জামিয়া পটিয়ায় আজ বাদে মাগরিব বার্ষিক সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা ও আলোচনা সভা

জামিয়া পটিয়ায় আজ বাদে মাগরিব বার্ষিক সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা ও আলোচনা সভা

জামিয়া পটিয়ায় আজ বাদে মাগরিব বার্ষিক সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা ও আলোচনা সভা

 

আজ ১২ই রবিউল আউয়াল-১৪৪১ হি. মুতাবেক ১০ই নভেম্বর ২০১৯ খৃষ্টাব্দ রবিবার বাদে মাগরিব হতে জামিয়ার দারুল হাদিসে বার্ষিক সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উল্লেখ্য যে, প্রতি বছরের ন্যায় এ বছরও জামিয়া পটিয়ার শর্টকোর্স বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আরবী বক্তব্য, বাংলা বক্তব্য, ইংরেজী বক্তব্য, ছড়া ও কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন, আরবি কথোপকথন এবং ‘‘রাসুলুল্লাহ সা. এর মাদানী জীবন’’ থেকে উন্মুক্ত কুইজ ইত্যাদি বিষয়ে অংশ গ্রহণ করবে।

পরিশেষে ‘রাসুলুল্লাহ সা. এর সীরাত’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সভাপতিত্ব করবেন জামিয়া পটিয়য়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা শাহ মুফতি আব্দুল হালিম বোখারী -হাফিজাহুল্লাহ।

এছাড়াও আজকের অনুষ্ঠানে বার্ষিক সীরাত স্মারক “নবোদয়” (৪য় সংখ্যা) এর মোড়ক উন্মোচন করা হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকর জন্য শর্টকোর্স বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে দাওয়াত করা হচ্ছে।

 

নিবেদক

মাওলানা হাফেজ ফুরকান সাহেব

নির্বাহী যিম্মাদার

শর্টকোর্স বিভাগ, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ