- কুরআন-হাদীস ও ফিকহের ভাষা আরবি এবং আকাবির-আসলাফের রচিত ব্যাখ্যাগ্রন্থ ও অসংখ্য ইলমী গ্রন্থ উর্দূ-ফারসিতে লিখিত। তাই শিক্ষার্থীদেরকে শরীয়তের জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে আরবি-উর্দূ এবং বাংলা ভাষায় পাঠদান প্রদান করা হয়, যেন দেশ-বিদেশে দাওয়াতী কাজ করা তাদের জন্য সহজ হয়।
- সকল শ্রেণিতে বাংলা ও উর্দু ভাষায় পাঠদান করা হয় এবং আরবী সাহিত্য বিভাগ ও আরবী ভাষা চর্চার কোর্সে আরবী ভাষায় পাঠদান করা হয়।