পরিচিতি:
বিপদে পতিত, দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের আর্থিক সহযোগিতা করার জন্য এবং ক্ষতিগ্রস্ত মাদ্রাসা-মসজিদে সাহায্য প্রদানের লক্ষ্যে জামিয়ার তত্ত্বাবধানে পরিচালিত এ কমিটি ১৪১১ হি: প্রতিষ্ঠা করা হয়।
বলাবহুল্য, আমাদের দেশ অত্যন্ত গরীব, অত্যাধিক দুর্যোগ ও বন্যা কবলিত দেশ। দুর্যোগ মোকাবেলায় জামিয়া কর্তৃক পরিচালিত এ ত্রাণ কমিটি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে।
কার্যক্রম:
১. দুঃস্থ-মানবতা ও অভাবী লোকদের প্রতি যথাসাধ্য সাহায্য-সহযোগিতার হাত বাড়ানো।
২. দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত মসজিদ-মাদরাসা ও ইসলামী শিক্ষা কেন্দ্রগুলোর জরাজীর্ণ দালান-কোঠা ও ভবনসমূহ মেরামত করা এবং নতুন ভবন নির্মাণে সাহায্য-সহযোগিতা করা ইত্যাদি। তবে মসজিদ-মাদরাসা নির্মাণ ও গরীব-দুঃখীদের জন্য ঘর তৈরী করার প্রতি এ কমিটি বিশেষ গুরুত্ব দেয়। যেহেতু মসজিদ-মাদরাসাই দাওয়াত ইলাল্লাহর অন্যতম মাধ্যম এবং উম্মতের ইহকালীন-পরকালীন যাবতীয় কল্যাণের অন্যতম সোপান।