জামিয়া প্রধান নিয়োগ
শুরা কমিটি জামিয়ার সুষ্ঠ পরিচালনার জন্যে একজন খোদাভীরু বহুমুখী প্রতিভাবন আলিমকে নির্বাচন করেন। যিনি একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ এবং প্রসিদ্ধ ইসলামী ব্যত্তিত্ব হয়ে থাকেন। জামিয়ার প্রতিষ্ঠালগ্ন হতে এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বিগত ৭ই জিলহজ্ব ১৪৪৩ হিজরি মোতাবেক ৭ই জুলাই ২০২২ তারিখে শুরা কমিটির এক অধিবেশনে বর্তমান মুহতামিম বিশিষ্ট আলিমেদ্বীন জামিয়ারই কৃতি সন্তান আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ (হাফিজাহুল্লাহ) -কে সর্বসম্মতিক্রমে এ জামিয়ার প্রধান পরিচালকের পদে নিয়োগ দেয়া হয়।