বাংলাদেশের প্রসিদ্ধ শিল্প গ্রুপ “এস আলম গ্রুপ”-এর সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ সাইফুল আলম মাসুদ সাহেব এর শ্রদ্ধেয় মাতা জনাবা আলহাজ্ব “চেমনআরা বেগম” আজ (২০/১০/২০২৪ ইং) সকাল ৬ ঘটিকায় ইন্তিকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্য জনিত কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর।
আমাদের জানা মতে তিনি একজন ধর্মভীরু ও দানবীর মহিলা ছিলেন। জামিয়া পটিয়ার প্রতি তাঁর বিশেষ আন্তরিকতা ছিলো। তিনি সুখে-দুখে জামিয়ার পাশে থাকতেন এবং তাঁর ছেলে-মেয়েদেরকে জামিয়ার কল্যাণে কাজ করার তাগিদ দিতেন।আমরা মরহুমার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর মাগফেরাত কামনা করছি।
তাঁর মৃত্যুতে জামিয়া পটিয়া একজন একনিষ্ঠ হিতাকাঙ্খীকে হারিয়েছে। আমরা মরহুমার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
হে আল্লাহ! আপনি দয়া করে মরহুমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং তাঁর পরিবার-পরিজনকে সবরে জমীল নসীব করুন, আমীন।
মাগফিরাত কামনায়-
মুফতি আবু তাহের কাসেমী নদভী
মুহতামিম:আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া