বিশেষ ঘোষণা

আপনারা ইতোমধ্যেই অবগত আছেন যে,
জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম-এর শাইখুল হাদিস ও প্রধান মুফতি, ফকিহুন্নফস আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, বাদ ফজর ইন্তেকাল করেছেন –
إنا لله وإنا إليه راجعون
আজ রাত ৯টায় জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রাঙ্গণে হুজুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
🚌 জানাযায় আগত হযরতের শাগরেদ, বক্ত, মুরিদান, খোলাফা এবং ধর্মপ্রাণ মুসলমান মেহমানদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে—
🔹 দয়া করে আপনাদের নিজ নিজ গাড়ির পার্কিং পটিয়া কলেজ মাঠে করুন।
🔹 কলেজ মাঠের গেইট খোলা রাখা হয়েছে।
🔹 জামিয়ার ভেতরে গাড়ি রাখার কোনো সুযোগ নেই।
এছাড়া, নামাজে জানাজার পর জামিয়া ইসলামিয়া পটিয়ার দারুল ইফতা-য় হুজুরের সকল খোলাফা ও মুরিদানদের নিয়ে একটি জরুরি মাশওয়ারাহ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
অতএব, হুজুরের সকল খোলাফা ও মুরিদানদের যথাসময়ে উপস্থিত হয়ে মাশওয়ারায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রামের নবনির্মিত ‘ফাজেলান ভবন’ (قصر فاضلان)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আজ ১৮ অক্টোবর ২০২৫, শনিবার, এক বর্ণাঢ্য ‘খতমে বোখারী’ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নোটিশ