আপনারা ইতোমধ্যেই অবগত আছেন যে,
জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম-এর শাইখুল হাদিস ও প্রধান মুফতি, ফকিহুন্নফস আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, বাদ ফজর ইন্তেকাল করেছেন –
إنا لله وإنا إليه راجعون
আজ রাত ৯টায় জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রাঙ্গণে হুজুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এছাড়া, নামাজে জানাজার পর জামিয়া ইসলামিয়া পটিয়ার দারুল ইফতা-য় হুজুরের সকল খোলাফা ও মুরিদানদের নিয়ে একটি জরুরি মাশওয়ারাহ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
অতএব, হুজুরের সকল খোলাফা ও মুরিদানদের যথাসময়ে উপস্থিত হয়ে মাশওয়ারায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।


