হিফজ বিভাগ খোলার ঘোষণা
এতদ্বারা ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র ‘হিফজ বিভাগে’র সকল ছাত্র-শিক্ষকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৯শে আগষ্ট ২০২০ খৃষ্টাব্দ মোতাবেক ২৮শে জিলহজ¦ ১৪৪১হিজরী (বুধবার) থেকে জামিয়ার ‘হিফজ বিভাগ’ খোলার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
অতএব, হিফজ বিভাগের শিক্ষকগণ উক্ত তারিখে জামিয়ায় উপস্থিত হবেন এবং আগ্রহী শিক্ষার্থীরা উক্ত তারিখে জামিয়ার শিক্ষা বিভাগে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম নিশ্চিত করবে।
বিশেষ দ্রষ্টব্য : করোনা পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র ৬০ জন ছাত্র ভর্তি করা হবে। শিক্ষার্থীরা মাস্কসহ সকল সুরক্ষা সরাঞ্জাম সঙ্গে নিয়ে আসবে।
ঘোষণায়
মজলিসে ইলমী ও ইন্তেজামিয়ার পক্ষে
(আল্লামা মুফতি) আব্দুল হালীম বোখারী
মুহতামিম, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম।