হিফজুল কুরআন ও হিফজুল হাদিস প্রতিযোগীতার নিয়মাবলী
প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্তাবলী:
হিফজুল কোরআন ও হিফজুল হাদীস উভয় বিভাগের জন্য….
- প্রতিযোগীকে অবশ্যই বর্তমানে অধ্যয়নরত ছাত্র হতে হবে।
- বাংলাদেশের যে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে উক্ত প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। ব্যক্তিগতভাবে অংশগ্রহণের সুযোগ নেই।
- প্রতিযোগীদের বিস্তারিত নাম-ঠিকানা প্রতিষ্ঠানের সীলমোহর ও মোবাইল নাম্বারসহ নির্ধারিত তারিখের মধ্যেই সংস্থার প্রধান কার্যালয়ে পৌঁছাতে হবে।
- প্রতিযোগীকে সংস্থা কর্তৃক প্রচারিত তারিখে প্রধান কার্যালয় হতে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র বিহীন কোন প্রার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
- অংশগ্রহণকারীদের সাথে সংশ্লিষ্ট শিক্ষকের উপস্থিতি অপরিহার্য এবং প্রেরিত বিবরণের অনুলিপি প্রতিযোগিতার দিন দাখিল করতে হবে। পূর্বে অংশগ্রহণকারী প্রতিযোগী একই গ্রুপে ২য় বার অংশ গ্রহণ করতে পারবে না।
- প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সংস্থার পক্ষ হতে প্রেরিত নির্দিষ্ট ফরম পূরণ করে কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ করতে হবে।
- প্রতিটি ফরম হিফজুল কোরআনের ক্ষেত্রে ২জন এবং হিফজুল হাদিসের ক্ষেত্রে প্রতি গ্রুপে ২জন করে মোট ৪জন প্রতিযোগীর জন্য নির্ধারিত।
- ফরমের ফটোকপি/অনুলিখিত কপি ব্যবহারযোগ্য।
শুধু হিফজুল কোরআন প্রতিযাগীদের জন্য…..
- প্রতিটি হিফজ প্রতিষ্ঠান থেকে শুধু ৩০পারা গ্রুপে ১জন এবং প্রথম ১৫ পারা থেকে ১জন মোট ২জন অংশগ্রহণ করতে পারবে। শুধু এক গ্রুপে হলে একের অধিক গ্রহণযোগ্য নয়।
- হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১৫ বছর বয়সোর্ধ প্রতিযোগী গ্রহণযোগ্য নয়।
- বিশেষ প্রতিযোগিতায় ‘‘আয়াতে মুতাশাবিহাত’’ এর প্রশ্ন থাকবে। এর জন্য সংস্থা কর্তৃক নতুন সংকলন ‘‘التبيان في متشابهات القران” নামক কিতাবটি নির্ধারণ করা হয়েছে যা সংস্থার অফিস ও পার্শবর্তী লাইব্রেরীতেও পাওয়া যাবে।
শুধু হিফজুল হাদিস প্রতিযোগীদের জন্য……
- যে কোন মাদরাসা হতে যে কোন জামাতের ছাত্র অংশ গ্রহণ করতে পারবে।
- প্রতিটি প্রতিষ্ঠান হতে প্রতি গ্রুপে শুধু ২জন করে প্রতিযাগী অংশ গ্রহণ করার সুযোগ থাকবে।
- প্রতিযোগিতার জন্য সংস্থা কর্তৃক নতুন সংযোজিত ‘নির্বাচিত হাদিস সংকলন’ কিতাবটি নির্ধারিত থাকবে।
- হাদিস প্রতিযোগিতা দুই গ্রুপে অনুষ্ঠিত হবে। (ক) গ্রুপ ও (খ) গ্রুপ।
- (ক) গ্রুপের সিলেবাস: ১ নং হাদিস থেকে ১০৩ নং হাদিস পর্যন্ত। (খ) গ্রুপের সিলেবাস: ১০৪ নং হাদিস থেকে ২০৮ নং হাদিস পর্যন্ত।
- পরীক্ষক মহোদয় বিষয় ভিত্তিক ক্রমিক নং বলবেন, যেমন, ‘সালাম’ বিষয় এর ১ম হাদিস অথবা ২য় হাদিস…….. বলুন। প্রতিযোগী অনুবাদ ও ব্যাখ্যাসহ উক্ত হাদিস শুনাবেন।