হিফজুল কুরআন ও হিফজুল হাদিস প্রতিযোগীতার নিয়মাবলী

হিফজুল কুরআন ও হিফজুল হাদিস প্রতিযোগীতার নিয়মাবলী

প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্তাবলী:

হিফজুল কোরআন ও হিফজুল হাদীস উভয় বিভাগের জন্য….

  • প্রতিযোগীকে অবশ্যই বর্তমানে অধ্যয়নরত ছাত্র হতে হবে।
  • বাংলাদেশের যে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে উক্ত প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। ব্যক্তিগতভাবে অংশগ্রহণের সুযোগ নেই।
  • প্রতিযোগীদের বিস্তারিত নাম-ঠিকানা প্রতিষ্ঠানের সীলমোহর ও মোবাইল নাম্বারসহ নির্ধারিত তারিখের মধ্যেই সংস্থার প্রধান কার্যালয়ে পৌঁছাতে হবে।
  • প্রতিযোগীকে সংস্থা কর্তৃক প্রচারিত তারিখে প্রধান কার্যালয় হতে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র বিহীন কোন প্রার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
  • অংশগ্রহণকারীদের সাথে সংশ্লিষ্ট শিক্ষকের উপস্থিতি অপরিহার্য এবং প্রেরিত বিবরণের অনুলিপি প্রতিযোগিতার দিন দাখিল করতে হবে। পূর্বে অংশগ্রহণকারী প্রতিযোগী একই গ্রুপে ২য় বার অংশ গ্রহণ করতে পারবে না।
  • প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সংস্থার পক্ষ হতে প্রেরিত নির্দিষ্ট ফরম পূরণ করে কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ করতে হবে।
  • প্রতিটি ফরম হিফজুল কোরআনের ক্ষেত্রে ২জন এবং হিফজুল হাদিসের ক্ষেত্রে প্রতি গ্রুপে ২জন করে মোট ৪জন প্রতিযোগীর জন্য নির্ধারিত।
  • ফরমের ফটোকপি/অনুলিখিত কপি ব্যবহারযোগ্য।

শুধু হিফজুল কোরআন প্রতিযাগীদের জন্য…..

  • প্রতিটি হিফজ প্রতিষ্ঠান থেকে শুধু ৩০পারা গ্রুপে ১জন এবং প্রথম ১৫ পারা থেকে ১জন মোট ২জন অংশগ্রহণ করতে পারবে। শুধু এক গ্রুপে হলে একের অধিক গ্রহণযোগ্য নয়।
  • হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১৫ বছর বয়সোর্ধ প্রতিযোগী গ্রহণযোগ্য নয়।
  • বিশেষ প্রতিযোগিতায় ‘‘আয়াতে মুতাশাবিহাত’’ এর প্রশ্ন থাকবে। এর জন্য সংস্থা কর্তৃক নতুন সংকলন ‘‘التبيان في متشابهات القران” নামক কিতাবটি নির্ধারণ করা হয়েছে যা সংস্থার অফিস ও পার্শবর্তী লাইব্রেরীতেও পাওয়া যাবে।

শুধু হিফজুল হাদিস প্রতিযোগীদের জন্য……

  • যে কোন মাদরাসা হতে যে কোন জামাতের ছাত্র অংশ গ্রহণ করতে পারবে।
  • প্রতিটি প্রতিষ্ঠান হতে প্রতি গ্রুপে শুধু ২জন করে প্রতিযাগী অংশ গ্রহণ করার সুযোগ থাকবে।
  • প্রতিযোগিতার জন্য সংস্থা কর্তৃক নতুন সংযোজিত ‘নির্বাচিত হাদিস সংকলন’ কিতাবটি নির্ধারিত থাকবে।
  • হাদিস প্রতিযোগিতা দুই গ্রুপে অনুষ্ঠিত হবে। (ক) গ্রুপ ও (খ) গ্রুপ।
  • (ক) গ্রুপের সিলেবাস: ১ নং হাদিস থেকে ১০৩ নং হাদিস পর্যন্ত। (খ) গ্রুপের সিলেবাস: ১০৪ নং হাদিস থেকে ২০৮ নং হাদিস পর্যন্ত।
  • পরীক্ষক মহোদয় বিষয় ভিত্তিক ক্রমিক নং বলবেন, যেমন, ‘সালাম’ বিষয় এর ১ম হাদিস অথবা ২য় হাদিস…….. বলুন। প্রতিযোগী অনুবাদ ও ব্যাখ্যাসহ উক্ত হাদিস শুনাবেন।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ