মানবতার সেবায় জামিয়া ইসলামিয়া পটিয়া!
মুহাজির আলেমদের সম্মানে জামিয়া ইসলামিয়া পটিয়ার সম্মানিত উস্তাদগণ !
২১-১০-২০১৭ শনিবার ভোরে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া থেকে বের হন জামিয়ার তিন মানব দরদী উস্তাদ।
কাফেলার সাথে আরো ছিলেন জামিয়ার সম্মানিত তিন উস্তাদদ্বয়..
[social icon=”momizat-icon-forward” link=”#” size=”10″ ]জামিয়া পটিয়ার সহকারী পরিচালক শায়েখ মাওলানা আবু তাহের কাসেমী নদবী সাহেব (দাঃ বাঃ),
[social icon=”momizat-icon-forward” link=”#” size=”10″ ]জদীদ সাহেব (রহঃ) এর সুযোগ্য সন্তান শায়েখ হাফেজ মাওলানা জাকরিয়া আল আজহারী সাহেব (দাঃ বাঃ),
[social icon=”momizat-icon-forward” link=”#” size=”10″ ]মাওলানা বুরহান সাহেব (দাঃ বাঃ)।
হযরতরা ছুটে যান ট্যাংখালির রোহিঙ্গা ক্যাম্পে।
তাঁরা সেখানে ঘুরে ঘুরে সবার খোজ খবর নেন, এবং মুহাজির আলেমদের একত্রে করে মশওয়ারায় বসেন। নদবী সাহেব সেখানে আলেমদের সাথে খোলামেলা আলোচনা করেন বর্তমান সমস্যা নিয়ে।
এবং তাদের নগদ টাকা দিয়ে সহযোগিতা করেন। সে সাথে বাচ্ছাদের মাঝে পড়ালেখার সামগ্রি বিতরণ করেন। সারাদিন প্রচন্ড বৃস্টির মাঝে ভিজে তারা মুহাজিরদের ক্যাম্পগুলি ঘুরে দেখেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এমন মানবদরদী কওমি আলেমরা আছে বলেই আমরা আজ সমাজে কওমিদের নিয়ে গর্ব করে কথা বলতে পারি, মাথা উঁচু করে দাড়াতে পারে দেওবন্দীরা। তাই তো আমরা সব সময় বলতে পারি “কওমের সেবায় কওমিরা”
আল্লাহ তা‘ আলা হযরতদের হায়াতে তয়্যিবাহ দান করুন, সব সময় কওমের পাশে থাকার তৌফিক দান করুন। আমীন