আজ ৮ই সেপ্টেম্বর ২০২২ খৃষ্টাব্দ মোতাবেক ১১ই সফর ১৪৪৪ হিজরী (বৃহস্পতিবার) দুপুর ০১:১৫ মিনিটে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার প্রবীণ শিক্ষক হযরত মাওলানা ক্বারী নূরুল আমীন [রহ.] (প্রকাশ আমপারা হুযূর) ইন্তিকাল করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাত সাড়ে দশটায় জামিয়া প্রাঙ্গণে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ১ ছেলে , ৪ মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে যান।
তিনি ছিলেন জামিয়া পটিয়ার একজন আদর্শ শিক্ষক। তিনি প্রায় ৪৪ বছর যাবৎ জামিয়ায় ইখলাস ও দক্ষতার সাথে একাডেমিক বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে সত্যিই জামিয়ায় বড় শূণ্যতা বিরাজ করছে। জামিয়া প্রধান আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ (হাফিজাহুল্লাহ)-সহ জামিয়ার সকল ছাত্র-শিক্ষক তাঁর মৃত্যুতে গভীর শোকাহত ও মর্মাহত।
আমরা মরহুমের মাগফিরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।
হে আল্লাহ! তুমি আপন দয়ায় তাঁকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করুন এবং তাঁর পরিবার-পরিজনকে সবরে জমীল নসীব করুন, আমীন।