বিশেষ ঘোষণা
এতদ্বারা ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র ১৪৪২-১৪৪৩ হিজরী শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার কর্তৃক কওমী মাদরাসা খোলার অনুমতি সাপেক্ষে জামিয়ার ভর্তি কার্যক্রম আরম্ভ হবে, ইনশাআল্লাহ। ঘোষণার তিনদিনের মধ্যেই ফরম সংগ্রহ করতে হবে। প্রত্যেক জামাতে কোটা ভিত্তিক ছাত্র ভর্তি করা হবে। মেধাবী ও চরিত্রবান শিক্ষার্থীরা প্রাধান্য পাবে।
ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য অনুসরণীয় নীতিমালা
‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’ একটি ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নীতি- নৈতিকতারও শিক্ষা দেয়া হয়। সুতরাং প্রত্যেক শিক্ষার্থীকে নিম্নের দিকনির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে।
- ভর্তিচ্ছুক তালেবে ইলমকে অবশ্যই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী হতে হবে।
- সুন্নাতে রাসূল (স.)-এর পাবন্দ হয়ে উন্নত চরিত্র গঠনের প্রতি অধিক যত্নবান হতে হবে।
- পোষাক-পরিচ্ছদ, পরিস্কার-পরিচ্ছন্নতা, সাজ-সজ্জা ও দাড়ি-চুল অবশ্যই সুন্নাত অনুযায়ী হতে হবে।
- জামিয়ায় নিয়মিত উপস্থিত থেকে দরস ও তাকরারে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে।
- জামিয়ার লক্ষ্য-উদ্দেশ্যের পরিপন্থি, আকাবিরের আদর্শ বিরোধী অথবা জামিয়ার সুনাম নষ্ট হয় এমন কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না।
- জামিয়ার শিক্ষা বিভাগ, দারুল ইকামা ও খাদ্য বিভাগের যাবতীয় নিয়ম-কানুন মেনে চলতে বাধ্য থাকবে।
- জামিয়ার ক্যাম্পাসে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে পারবে না।
- কোন ছাত্র রাজনৈতিক/অরাজনৈতিক কোন সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। জামিয়ার নির্দেশনার বাইরে গিয়ে মিছিল-মিটিং কিংবা সভা-সমাবেশে অংশগ্রহণ করতে পারবে না। এ ব্যাপারে কারো গতিবিধি সন্দেহমূলক প্রমাণিত হলেও বহিষ্কারযোগ্য বিবেচিত হবে।
- দেশের প্রচলিত আইন-শৃংখলা ও সমাজবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারবে না।
- জামিয়ার প্রশাসন ও সম্মানিত শিক্ষক-কর্মচারির প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন করতে হবে। তাঁদের সাথে বেআদবী, অশুভ আচরণ বহিষ্কারযোগ্য অপরাধ বিবেচিত হবে।
- জামিয়ার ক্যাম্পাসে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্ট ফোন, নরমাল মোবাইল এবং সকল প্রকার ইলক্ট্রনিক্স ডিভাইস রাখা ও ব্যবহার করা পরিহার করতে হবে। কারো নিকট এগুলো পাওয়া গেলে বহিষ্কারযোগ্য অপরাধ বিবেচিত হবে।
- ছাত্রদের জন্য সোস্যাল মিডিয়ার ব্যবহার একটি ধ্বংসাত্মক কাজ। তাই সকল তালেবে ইলমকে তা পরিহার করতে হবে। বিশেষত ফেসবুক, হোয়টসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটারসহ যে কোন সোস্যাল মিডিয়ায় লেখালেখি, বক্তব্য ও মন্তব্য করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে।
- উল্লিখিত নির্দেশনার কোন একটি অমান্য করা, জামিয়া থেকে বহিষ্কারযোগ্য অপরাধ বিবেচিত হবে।
পুরাতন শিক্ষার্থীদের জন্য যা প্রয়োজন
- বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ‘জায়্যিদ’ বিভাগে উত্তীর্ণ হতে হবে, ‘মাকবূল’ ও ‘রাসেব’ ভর্তি অনুপযুক্ত গণ্য হবে। ‘মুমতাজ’ ও ‘জায়্যিদ জিদ্দান’ এককালীন খোরাকীর উপযুক্ত হবে এবং ‘জায়্যিদ’-কে নিজ দায়িত্বে খেতে হবে।
- জাতীয় পরিচয় পত্র/জন্মনিবন্ধন সনদ ও ছবি সঙ্গে আনতে হবে।
- জামিয়ার নির্বাচিত শিক্ষকমণ্ডলী কর্তৃক সত্যায়িত শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবে।
নতুন শিক্ষার্থীদের জন্য যা প্রয়োজন
- পূর্বে যে প্রতিষ্ঠানে পড়েছে সেখান থেকে প্রত্যয়নপত্র আনতে হবে অথবা অভিভাবকের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
- মারকাযী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্ররা মারকাযী পরীক্ষার নম্বর পত্র সংগ্রহ করে ফরমের সাথে জমা দিবে।
- গায়রে মারকাযী শিক্ষার্থীদেরকে লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- জাতীয় পরিচয় পত্র/জন্মনিবন্ধন সনদ ও ছবি সঙ্গে আনতে হবে।
প্রশাসনিক পরিষদ
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।