১. দাওয়াত ও তাবলিগের মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বীকে পবিত্র ইসলাম ধর্মে দীক্ষিত করার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা।
২. ধর্মান্তরিত নও মুসলিমদের আকীদা-বিশ্বাস সুদৃঢ় করা এবং ইসলামী শরীআতের উপর প্রতিষ্ঠিত রাখার জন্যে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা।
৩. মুহাম্মদুর রাসুলুল্লাহ সা. ও তাঁর সুন্নাত সম্পর্কে পরিপূর্ণ ধারণা প্রদানের মাধ্যমে নও মুসলিমদেরকে আল্লাহ ও রাসূল সা. এর খাঁটি বান্দা ও উম্মত রূপে গড়ে তোলা।
৪. ইসলামী শরীআতের মৌলিক ও অপরিহার্য মাসায়েল শিক্ষার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
৬. আমর বিল মারূফ ও নাহী আনিল মুনকার সম্পর্কে নও মুসলিমদেরকে অবহিত করা এবং রাসূলুল্লাহ সা. ও খোলাফায়ে রাশেদার অনুসৃত নীতি অনুযায়ী তাদেরকে খাঁটি মুবাল্লিগ হিসেবে গড়ে তোলা।