নও মুসলিম ফাউন্ডেশনের কর্মসূচী

  • নও মুসলিমদের পুনর্বাসনের জন্যে ফাউন্ডেশনের নামে নির্দিষ্ট পরিমাণ জমি সংগ্রহ করা।
  • ধর্মান্তরিত নও মুসলিম নর-নারীর এফিডেভিট করণ এবং ক্ষেত্রে বিশেষে কোর্টে বিবাহ-শাদির যথাযথ ব্যবস্থা করা।
  • দ্বীনি ইলম অর্জনে উৎসাহী অবিবাহিত/অবিবাহিতা নও মুসলিমদের (বালক/বালিকা মাদ্রাসায় ভর্তি করে) পূর্ণ সহযোগিতা করা। লেখা-পড়ার খরচ নির্বাহ এবং নুন্যতম মাসিক ভাতা প্রদান করা।
  • এস.এস.সি, এইচ.এস.সি বা ডিগ্রী ক্লাস উত্তীর্ণ কোন নও মুসলিমকে উপযুক্ত বলে বিবেচিত হলে, তাকে প্রয়োজনীয় প্রাথমিক ইসলামী শিক্ষাদানের পর উচ্চশিক্ষা গ্রহণের যাবতীয় বন্দোবস্ত করা।
  • অশিক্ষিত এবং শিক্ষা গ্রহণে অনুপযোগী নও মুসলিম যুবককে প্রয়োজনীয় ইসলামী শিক্ষাদানের পাশাপাশি কারিগরি বা হস্ত শিল্পের শিক্ষা প্রদান করা।
  • অবিবাহিত নও মুসলিমের বিয়ের পূর্ব পর্যন্ত মান-ইজ্জতের সাথে জীবন-যাপনের ব্যবস্থা করা, প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা প্রদানের ব্যবস্থা করা এবং সদপাত্রে পাত্রস্থ করার ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করা। অনুরূপ বিবাহের উপযুক্ত নও মুসলিম যুবকেরও বিয়ের ব্যবস্থা করা।
  • ইসলাম গ্রহণের পর পুনর্বাসনোপযোগী দম্পতিকে পুনর্বাসনের পূর্ব পর্যন্ত বিশেষ তত্ত্বাবধানে রেখে তাদের রুজি-রোজগার ও থাকা-খাওয়ার ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় ইসলামী জ্ঞান ও মাসআলা-মাসায়েল শিক্ষা দেওয়া।
  • পুনর্বাসিত বিবাহিত দম্পতিদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী স্বামীকে কোন কর্মে নিয়োগ করার চেষ্টা করা বা সুচিন্তিত পরামর্শ দেওয়া এবং স্ত্রীও যাতে নিজ বাড়িতে হাঁস, মুরগী, ছাগল ইত্যাদি প্রতিপালন করে অর্থকড়ি উপার্জন করতে পারে. সেজন্যে মসজিদ ও নূরানী মক্তব প্রতিষ্ঠা করা। এছাড়া মসজিদ ও মক্তব/মাদ্রাসার জন্যে ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষক নিয়োগ করা।
  • পুনর্বাসিত এলাকার নও মুসলিমদের ছেলে-মেয়ে যাতে দ্বীনের প্রাথমিক জ্ঞানর্জন করতে পারে এবং জীবন-যাপনের প্রয়োজনীয় সমস্যাদি সমাধান করা।
  • নও মুসলিমদেরকে দাওয়াত ও তাবলীগের উপর বাস্তবধর্মী বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের নৈতিক, মানবিক, আত্মিক ও আমলী জিন্দেগীর পরিবর্তন সাধন করে প্রকৃত মুবাল্লিগ হিসেবে গড়ে তোলা এবং তাদের মাধ্যমে ইসলামের প্রচারকার্য পরিচালনা করা।
  • ইসলাম গ্রহণের পর স্বগোত্রের হুমকি, নির্যাতন, মামলা-মোকদ্দমা ও প্রতিবন্ধকতার মোকাবিলা করে তাদের জীবনের নিরাপত্তা বিধান করা।
  • তাদেরকে সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা প্রদান করা এবং অনাকাঙ্ক্ষিত তাদের যে কোন কর্মকান্ড ও আচরণ তদারকীর জন্যে কোন সচেতন ব্যক্তিকে তাদের অভিভাবক নিযুক্ত করা
  • বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে ব্যক্তিগত যোগাযোগ (নও মুবাল্লিগদের মাধ্যেমে) ও প্রচারপত্রের সাহায্যে তাদেরকে্ ইসলামের দিকে আহবান করা।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ