- নও মুসলিমদের পুনর্বাসনের জন্যে ফাউন্ডেশনের নামে নির্দিষ্ট পরিমাণ জমি সংগ্রহ করা।
- ধর্মান্তরিত নও মুসলিম নর-নারীর এফিডেভিট করণ এবং ক্ষেত্রে বিশেষে কোর্টে বিবাহ-শাদির যথাযথ ব্যবস্থা করা।
- দ্বীনি ইলম অর্জনে উৎসাহী অবিবাহিত/অবিবাহিতা নও মুসলিমদের (বালক/বালিকা মাদ্রাসায় ভর্তি করে) পূর্ণ সহযোগিতা করা। লেখা-পড়ার খরচ নির্বাহ এবং নুন্যতম মাসিক ভাতা প্রদান করা।
- এস.এস.সি, এইচ.এস.সি বা ডিগ্রী ক্লাস উত্তীর্ণ কোন নও মুসলিমকে উপযুক্ত বলে বিবেচিত হলে, তাকে প্রয়োজনীয় প্রাথমিক ইসলামী শিক্ষাদানের পর উচ্চশিক্ষা গ্রহণের যাবতীয় বন্দোবস্ত করা।
- অশিক্ষিত এবং শিক্ষা গ্রহণে অনুপযোগী নও মুসলিম যুবককে প্রয়োজনীয় ইসলামী শিক্ষাদানের পাশাপাশি কারিগরি বা হস্ত শিল্পের শিক্ষা প্রদান করা।
- অবিবাহিত নও মুসলিমের বিয়ের পূর্ব পর্যন্ত মান-ইজ্জতের সাথে জীবন-যাপনের ব্যবস্থা করা, প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা প্রদানের ব্যবস্থা করা এবং সদপাত্রে পাত্রস্থ করার ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করা। অনুরূপ বিবাহের উপযুক্ত নও মুসলিম যুবকেরও বিয়ের ব্যবস্থা করা।
- ইসলাম গ্রহণের পর পুনর্বাসনোপযোগী দম্পতিকে পুনর্বাসনের পূর্ব পর্যন্ত বিশেষ তত্ত্বাবধানে রেখে তাদের রুজি-রোজগার ও থাকা-খাওয়ার ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় ইসলামী জ্ঞান ও মাসআলা-মাসায়েল শিক্ষা দেওয়া।
- পুনর্বাসিত বিবাহিত দম্পতিদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী স্বামীকে কোন কর্মে নিয়োগ করার চেষ্টা করা বা সুচিন্তিত পরামর্শ দেওয়া এবং স্ত্রীও যাতে নিজ বাড়িতে হাঁস, মুরগী, ছাগল ইত্যাদি প্রতিপালন করে অর্থকড়ি উপার্জন করতে পারে. সেজন্যে মসজিদ ও নূরানী মক্তব প্রতিষ্ঠা করা। এছাড়া মসজিদ ও মক্তব/মাদ্রাসার জন্যে ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষক নিয়োগ করা।
- পুনর্বাসিত এলাকার নও মুসলিমদের ছেলে-মেয়ে যাতে দ্বীনের প্রাথমিক জ্ঞানর্জন করতে পারে এবং জীবন-যাপনের প্রয়োজনীয় সমস্যাদি সমাধান করা।
- নও মুসলিমদেরকে দাওয়াত ও তাবলীগের উপর বাস্তবধর্মী বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের নৈতিক, মানবিক, আত্মিক ও আমলী জিন্দেগীর পরিবর্তন সাধন করে প্রকৃত মুবাল্লিগ হিসেবে গড়ে তোলা এবং তাদের মাধ্যমে ইসলামের প্রচারকার্য পরিচালনা করা।
- ইসলাম গ্রহণের পর স্বগোত্রের হুমকি, নির্যাতন, মামলা-মোকদ্দমা ও প্রতিবন্ধকতার মোকাবিলা করে তাদের জীবনের নিরাপত্তা বিধান করা।
- তাদেরকে সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা প্রদান করা এবং অনাকাঙ্ক্ষিত তাদের যে কোন কর্মকান্ড ও আচরণ তদারকীর জন্যে কোন সচেতন ব্যক্তিকে তাদের অভিভাবক নিযুক্ত করা
- বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে ব্যক্তিগত যোগাযোগ (নও মুবাল্লিগদের মাধ্যেমে) ও প্রচারপত্রের সাহায্যে তাদেরকে্ ইসলামের দিকে আহবান করা।