ক) ছাত্রাবাসে অবস্থানরত ছাত্রদের থাকার শৃঙ্খলা বিধান করবেন।
খ) ছাত্রাবাসের নিয়ম কানুনের ভিত্তিতে তাদেরকে পূণ নিয়ন্ত্রণ করবেন।
গ) তাদের লেবাস পোষাক গতিবিধি আমল আখলাক এবং লেখা পড়ার তদারকী করবেন।
ঘ) ছাত্রাবাসের যে কোন সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
ঙ) নিধারিত সময় ছাড়া অন্য সময়ে ছাত্রাবাসের বাইরে যাওয়ার জন্য কোন ছাত্র অনুমতি প্রাথনা করলে তা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।
চ) ছাত্রাবাসে অবস্থানরত ছাত্রদের বিচার করবেন।
ছ) কোন ছাত্র বহিস্কারযোগ্য বিবেচিত হলে মুহতামিমকে তার অপরাধের রিপোট পেশ করবেন।
জ) তিনি মুহতামিম ও মজলিসে আমেলার নিকট জবাবদেহ থাকবেন।