- প্রতি সপ্তাহে ৬দিন (শনি, রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) সকাল-সন্ধা দারস অনুষ্ঠিত হয়। জুমাবার সাপ্তাহিক ছুটি থাকলেও বিভাগীয় যিম্মাদারগণের বিশেষ পরামর্শে তা অতিবাহিত করতে হয়।
- প্রতিদিন সকাল ১০. ৩০ মিনিট থেকে দারস আরম্ভ হয় এবং আসরের পূর্ব পর্যন্ত ধারাবাহিকভাবে তা চলমান থাকে।
