- মাগরিবের পর থেকে রাত ১০টা পর্যন্ত, তেমনি সকাল বেলা নাস্তার পর থেকে ৯টা পর্যন্ত শিক্ষার্থীরা তাকরার, পাঠ তৈরী এবং অধ্যয়নে ব্যস্ত থাকবে।
- এয়াযদাহুম, দাহুম, নুহুম, হাস্তুম, হাপ্তুম, শাশুম, পঞ্জুম এবং ছাহারুমের ছাত্ররা নিজ নিজ বিভাগে তাকরার ও অধ্যয়ন করবে এবং জামাতে সিউম, দুয়াম এবং উলার ছাত্ররার নিজ নিজ শ্রেণিকক্ষে তাকরার ও অধ্যয়ন করবে।