জামিয়া পটিয়ায় কাব্যচর্চা অনুষ্ঠান (মোশা’ইরা) অনুষ্ঠিত
বিগত ১৩ মুহাররম ১৪৪০ হিজরী মোতাবেক ২৮ শে সেপ্টম্বর ২০১৮ খৃষ্টাব্দ রোজ সোমবার রাত ৮:৩০ থেকে ১২:০০ পর্যন্ত জামিয়া পটিয়ার জামাতে সিউমের দরসেগাহে এক শানদার কাব্যচর্চা অনুষ্ঠান (মোশা’ইরা) অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সংঞ্চালনায় ছিলেন শোবায়ে মোশা’ইরা (কাব্য চর্চা বিভাগের) যিম্মাদার, জামিয়ার মুহাদ্দিস, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাওলানা আব্দুল জলীল কওকব হাফিজাহুল্লাহ।
এবারের কাব্য চর্চার বিষয় ছিল ‘সততা ও ন্যায়পরায়নতা, মিথ্যা ও অত্যাচার’। শিক্ষার্থীরা এ বিষয়ে উর্দূ কাব্য লিখে সুরভিত কণ্ঠে উপস্থাপন করে।
জামিয়ার সম্মানিত শিক্ষকমণ্ডলীও এ কাব্য চর্চায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, মাওলানা ইউনুছ রমজ দাঃ বাঃ ও মাওলানা রহমতুল্লাহ সিপাহী দাঃ বাঃ। কাব্য চর্চা বিভাগের যিম্মাদার মাওলানা আব্দুল জলীল কওকব স্বরচিত তিনটি কবিতা উপস্থান করেন।
উক্ত কাব্য চর্চা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়ার শিক্ষক মাওলানা ফুরকান, মাওলানা নাসিরুদ্দিন, মাওলানা মাসুম, মাওলানা তোহা দানিশ, মুফতি মানজুর সিদ্দিক, মাওলানা সলিমুদ্দীন মাহদি, মাওলানা জাকির, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ। পরিশেষে মাওলানা সিপাহীর মুনাজাতের মাধ্যমে অনু্ষ্ঠান সমাপ্ত হয়।