কুরবানীর মাসায়েল সম্পর্কীয় বিতর্ক অনুষ্ঠান
আগামী ২৬ জিলক্বদ ১৪৪০ হিজরী মোতাবেক ৩০ জুলাই ২০১৯ খৃস্টাব্দ রোজ মাঙ্গলবার বাদে মাগরিব জামিয়ার দারুল হাদিসে কুরবানীর মাসায়েল সম্পর্কীয় বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর মাত্র কয়েকদিন পরেই মুসলমানদের দ্বিতীয় ঈদ ‘ঈদুল আযহা’ আসছে। আল্লাহর পক্ষ থেকে বিশেষ দাওয়াতের আয়োজন হয় এই ঈদে। সামর্থবান মুসলিমরা এই ঈদে বড় অঙ্কের টাকা খরচ করে আল্লাহর রাস্তায় জন্তু যবেহ করে। জন্তু যবেহ করতে গিয়ে মানুষ নানাবিদ সমস্যার সম্মুখিন হয়। আমাদের ছাত্ররা ঈদের ছুটিতে ঘর-বাড়িতে যাবে। তাদের কাছে মানুষ মাসলা-মাসায়েল জিজ্ঞাসা করবে। তাদেরকে সমাজের সমস্যা সমাধান করতে হবে। তাই তাদেরকে প্রস্তুত করতঃ প্রশিক্ষণমূলক এই বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মূলতঃ হাজার হাজার টাকার জন্তু যবেহ করার পরও অনেকেই অজ্ঞতা বশতঃ কাখ্ক্ষিত ছাওয়াব অর্জন করতে সক্ষম হয় না। কারণ নিয়তের বিশুদ্ধতার সাথে সাথে সঠিক পন্থায় ইবাদতের মাধ্যমেই মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে।
অতএব, আগ্রহী কুরবানীদাতাগণ এমন বিতর্ক অনুষ্ঠান থেকে অনেক কিছুই অর্জন করতে সক্ষম হবেন, ইনশা আল্লাহ। ‘শোবায়ে মুনাজারা’ (তর্ক ও যুক্তি বিভাগের) সম্মানিত নির্বাহি যিম্মাদার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারী সাহেব সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহবান করেছেন। আল্লাহ তাওফীক দান করুন।
প্রথম পক্ষ: দ্বিতীয় পক্ষ:
অংশগ্রহকারীর নাম | জামাত | অংশগ্রহকারীর নাম | জামাত |
শাকের উল্লাহ | দাওরা | আব্দুল্লাহ আল-মারূফ | দাওরা |
মিযানুর রহমান | দাওরা | মুহাম্মদ তৈয়ব | দাওরা |
আব্দুর রহীম | দাওরা | জাহাঙ্গীর | দাওরা |
ওমর ফারুক | দাওরা | ফাইরুজ | দাওরা |
মাসউদ | দাওরা | আসরারুল হক | দাওরা |
হেলালুদ্দিন | দাওরা | আতহার উল্লাহ | উলা |
গিয়াসুদ্দিন | কামেলাইন | মুহাম্মদ ত্বহা | কামেলাইন |
নূর মোহাম্মদ | কামেলাইন | সোলাইমান | কামেলাইন |
আব্দুল্লাহ | কামেলাইন | শিবলী নোমানী | কামেলাইন |
সালাহুদ্দিন | কামেলাইন | সলীমুদ্দিন | কামেলাইন |
ফরহাদ | দুয়াম | আইয়ুব মুশররাফ | কামেলাইন |
আলাউদ্দিন | সিউম | গিয়াসুদ্দিন | কামেলাইন |
মুরতাজা | সিউম | নোমান | দুয়াম |
উসামা | সিউম | ওলী উদ্দিন | সিউম |
আব্দুর রহীম | সিউম | যাহেদুল ইসলাম | সিউম |
এনামুল হক | সিউম | আযীযুল্লাহ | সিউম |
বদীয়ুজজামান | সিউম | রায়হানুল হক | সিউম |
আসআদুর রহমান | সিউম | আম্মার | সিউম |
আহমদ সিদ্দীক | সিউম | আইমন নেওয়াজ | সিউম |
ইয়াসিন | পঞ্জুম | মাহফুজ | পঞ্জুম |