জামিয়ার সাময়িক সংবাদ
আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
আগামি কাল ২৪-১০-২০১৭ রোজ মঙ্গলবার-
“আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া”
এর ১ম সাময়িক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে জামিয়ার ঐতিহাসিক শিক্ষা ভবনের ১ম তলা ও ২য় তলায়।
পরীক্ষা চলবে সকাল ৮:৩০টা মিনিট থেকে ১১:৩০টা মিনিট পর্যন্ত।
পরীক্ষা শেষ হবে ৩০-১০-২০১৭ রোজ-সোম বার।
আল্লাহ তা‘আলা সকল ছাত্রদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার তাওফীক্ব দান করুন এবং উত্তির্ণ করুন। আমীন