আমরা আবারো গভীর শোকাপ্লুত!!!
জামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা রহমতুল্লাহ কাউসার নিজামীর ইন্তিকাল!
আজ বাদে আসর জামিয়া পটিয়ায় নামাযে জানাযা’
আজ ১১ই জিলহজ্ব ১৪৪০ হিজরী মোতাবেক ১৩ই আগষ্ট ২০১৯খৃষ্টাব্দ রোজ মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় মিনিটে জামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস, জামিয়ার সফল ও স্বার্থক শিক্ষক, মাওলানা রহমতুল্লাহ কাউসার নিজামী ইন্তিকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ বাদে আসর জামিয়া পটিয়ায় তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হবে এবং জামিয়ার কেন্দ্রীয় কবরস্থান ‘মাকবারারে আজিজি’ এ দাফন করা হবে।
তিনি মৃত্যু অবধি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস, জামিয়ার কেন্দ্রীয় লাইব্রেরীর পরিচালক ও বাংলাদেশ তাহফীজুল কোরআন সংস্থার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ’র প্রাচীনতম কাওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড ‘আঞ্জুমনে ইত্তিহাদুল মাদারিস বাংলাদেশ’র পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ৭৩ বছর, স্ত্রী সহ ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য ছাত্র ও ভক্ত-অনুরক্ত রেখে যান।
তাঁর মৃত্যুতে সত্যিই জামিয়ায় অপূরণীয় শূণ্যতা সৃষ্টি হয়েছে। জামিয়া প্রধান আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী হাফিজাহুল্লাহ সহ জামিয়ার সকল ছাত্র-শিক্ষক তাঁর মৃত্যুতে গভীর শোকাপ্লুত ও মর্মাহত।
জামিয়া পটিয়ার সকল ছাত্র-শিক্ষক হযরতের মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
ইয়া রব! তাঁর পদস্খলনগুলো ক্ষমা করুন, তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং তাঁর পরিবার-পরিজনকে সবরে জমীল প্রদান করুন, আমীন।