আগামীকাল সোমবার আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) এর যৌথ সভা
আগামীকাল ৬ই রবিউল আওয়াল ১৪৪১ হিজরী, মোতাবেক ৪ঠা নভেম্বর ২০১৯ খৃষ্টাব্দ রোজ সোমবার বাদে আসর হতে ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’য় বোর্ডের বাৎসরিক সাধারণ সভা, মজলিশে শুরা ও পরীক্ষা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সভার আলোচ্য বিষয়সমূহ:
১. বিগত সভার সিদ্ধান্তসমূহরে পঠন ও মঞ্জুরী গ্রহণ।
২. বার্ষিক রিপোর্ট পেশ।
৩. হিসাব-নিকাসের পর্যবেক্ষণ ও মঞ্জুরী গ্রহণ।
৪. ১৪৪০ হিজরীর কেন্দ্রীয় পরীক্ষার সংক্ষিপ্ত রিপোর্ট পেশ।
৫. আগামী ১৪৪১ হিজরীর পরীক্ষা বিষয়ক কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণ।
৬. বিবিধ বিষয়ে আলোচনা।
অতএব, সংশ্লিষ্ট সকল যিম্মাদার মহোদয়ের নিকট নিবেদন, একজন দায়িত্বশীল সদস্য হিসাবে যথাসময়ে উক্ত সভায় অংশগ্রহণ করে উপরোক্ত বিষয়ে নিজের মূল্যবান পরামর্শ দিয়ে ধন্য করবেন।
নিবেদক
মুহাম্মদ আব্দুল হালীম বোখারী
সেক্রেটারী জেনারেল, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ।