শুরা কমিটি
এ কমিটি দেশের শীর্ষ ওলামা-মাশায়েখ দ্বারা গঠিত। জামিয়ার সার্বক্ষণিক তত্ত্বাবধান করে। জামিয়ার আভ্যন্তরীণ ও বাইরের যে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তবলির অনুমোদন দেয়। মজলিশে আমেলা (নির্বাহী কমিটি) মজলিশে এন্তেজামী (পরিচালনা কমিটি) গঠনের জন্য বাছাই পূর্বক সদস্য নিয়োগ দেয়।