শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রমের সময়সূচি
- প্রতিদিন জামিয়ার দরস আরম্ভ হয় সকাল ১০:৩০ থেকে এবং সমাপ্ত হয় বিকাল ৪:৩০ মিনিটে।
- আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বিরতি।
- মাগরিবের পর থেকে এশা পর্যন্ত তাকরার (পুনঃপাঠ) ও অধ্যয়ন।
- এশার নামাযের পর থেকে ১০:৩০ পর্যন্ত ব্যক্তিগত অধ্যয়ন। অতঃপর ঘুম ও বিশ্রাম।
- ভোর ৩ ঘটিকার সময় জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামায আদায় করতঃ অধ্যয়নে নিমগ্ন হওয়া।
- সকাল নাস্তার পর থেকে ৯টা পর্যন্ত অধ্যয়ন ও পাঠ প্রস্তুতি গ্রহণ করা।