এতিম ও দুস্থদের শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম

এতিম ও দুস্থদের শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম

ইসলামী রিলিফি কমিটি বাংলাদেশঃ

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যো‌গ ও সব ধরনের বিপদের সময় দুর্গত মানবতার সেবা-সাহায্য, ত্রাণ পুনর্বাসনের লক্ষ্যে গঠিত হয় এ সংস্থা। বর্তমানে এনজিও ব্যুরোর তালিকাভুক্ত একটি সংস্থা হিসেবে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। বিগত সকল ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর আর্তমানবতার সেবায় এ সংস্থা সাহায্য ও পুনর্বাসন তৎপরতায় অবিস্মরণীয় অবদান রেখেছে। বর্তমানে এর অধীনে প্রায় শতাধিক মসজিদ, মাদরাসা নির্মানাধীন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

নও মুসলিম পুনর্বাসন কেন্দ্রঃ

নও মুসলিমেদের ধর্মীয় শিক্ষা-দীক্ষা, প্রতিপালন, বাসস্থান এবং জীবনের অন্যান্য প্রয়োজন পূরণের লক্ষ্যে এ সংসস্থাটি গঠিত হয়েছে। যাতে নও মুসীলমরা ধর্মীয় শিক্ষার্জনের পর দা’ওয়াত ও তাবলীগের কাজে আত্মনিয়োগ করতে পারে। বর্তমানে আল-জামি’আর তত্ত্বাবধানে নও মুসলিমদের একটি জামা’আত দ্বীনের দা’ওয়াত ও শিক্ষার দায়িত্বে নিয়োজিত আছে।

সুখবিলাস রাঙ্গুনিয়া দাতব্য চিকিৎসালয়ঃ

এটি ৩০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক দাতব্য চিকিৎসালয় ও নও মুসলিম পুনর্বাসন প্রকল্প।

বান্দরবান দাতব্য চিকিৎসালয়ঃ

এখানে ৫০ শয্যাবিশষ্ট দাতব্য চিকিৎসালয় ও গরীব ও নও মুসলিম মুসলিম উম্মাহর জন্য ইসলামী শিক্ষাকেন্দ্র রয়েছে।

  জামিয়া অভ্যন্তরীন দাতব্য চিকিৎসালয়ঃ

এখানে জামিয়ার ছাত্রদের অতি স্বল্পমূল্যের ফিস সহকারে ফ্রীতে ঔষধ বিতরন করা হয়।

  এতিম ও গরীব ছাত্রদের থাকা,খাওয়া ও শিক্ষা ব্যবস্থাঃ

জামিয়ার শুরু লগ্ন থেকে এ কার্যক্রম চালু রয়েছে। অর্থাৎ, জামিয়ার শুরু লগ্ন থেকেই জামিয়ার ফান্ড থেকে এতিম ও গরীব ছাত্রদের জন্য শিক্ষার পাশাপাশি থাকা,খাওয়ার ইত্যাদির ব্যবস্থা করে থাকে, যা এখনো চালু আছে, সামনেও ইনশা-আল্লাহ চালু থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ