আল্লামা আশরাফ আলী রহ.-র ইন্তিকালে
আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারীর গভীর শোক প্রকাশ
বাংলাদেশের প্রবীণ আলেমেদীন, ‘বেফাকুল মাদারিস বাংলাদেশ’-র সিনিয়র সহ-সভাপতি, ‘হাইআতুল উলয়া’র কো-চেয়ারম্যান, ‘জামিয়া শরঈয়্যা মালিবাগ ঢাকা’র শায়খুল হাদীস ও মুহতামিম আল্লামা আশরাফ আলী রহ.-র ইন্তিকালে ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র মুহতামিম ও শায়খুল হাদিস, আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী (হাফিজাহুল্লাহ) গভীর শোক প্রকাশ করেছেন। আজ ৩১ (ডিসেম্বর,২০১৯) মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি মরহুমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে তাঁর মাগফেরাত কামনা করেন।
বিবৃতিতে তিনি বলেন, আল্লামা আশরাফ আলী রহ. ছিলেন প্রাজ্ঞ হাদিস বিশারদ। একজন সদালাপী, উদারমনা ও বিজ্ঞ আলেমেদীন। তিনি ছিলেন এদেশের আলেম-উলামাদের প্রতিনিধিত্ব করার যোগ্য ব্যক্তিত্ব। তাঁর জ্ঞান-গরিমা ও বুদ্ধি-বিবেচনা দেখলে মনে হতো সত্যিই, তিনি ছিলেন ‘হাইআতুল উলয়ার’ মত গুরুত্বপূর্ণ বোর্ডের যোগ্য কো-চেয়ারম্যান।
এবারের হজ্জ সফরে তিনি আমাদের আমীরে হজ্জ ছিলেন। তাঁর সাদামাটা জীবনাচরণে আমি মুগ্ধ এবং অভিভূত হয়েছি।
আমরা (‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্রবৃন্দ) তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তাঁর ছাত্র ও ভক্ত-অনুরক্ত এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
আল্লাহ তাআলা তাঁর খেদমতগুলো কবুল করতঃ তাঁকে জান্নাতুল ফিরদাউসের সু-উচ্চ মকামে সমাসীন করুন, আমীন।
Discussion about this post