মুআমালা-লেনদেন
সমস্যা: বর্তমানে বাজারে ব্যবসায়ীদের পক্ষ থেকে লাকি কুপন ছাড়া হয়। ক্রেতা নির্দিষ্ট পরিমাণ কিনলে তাকে একটা কুপন দেওয়া হয়। পরবর্তীতে লটারির মাধ্যমে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। প্রশ্ন হল, এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কেনা-বেচা করা জায়েয হবে? লটারিতে বিজয়ী হলে পুরস্কার গ্রহণ করা যাবে কি?
মুঈনুদ্দিন
ছাগলনাইয়া, ফেনী
শরয়ী সমাধান: যদি পুরস্কারের কুপন ছাড়ার কারণে পণ্যের মূল্য বৃদ্ধি করা না হয় কিংবা এর কারণে ক্রেতাদেরকে কোনোরূপ ধোঁকা দেওয়ার অভিপ্রায় না থাকে যথা নিম্নমানের মাল চালিয়ে দেওয়া ইত্যাদি এবং ক্রেতা শুধু পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে ক্রয় করে না থাকে, তাহলে এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কেনাবেচা করা এবং লটারিতে বিজয়ী হলে পুরস্কার গ্রহণ করা জায়েয হবে। এটি মূলত মূল্যছাড়েরই একটা পদ্ধতি। উল্লেখ্য, পণ্যের অধিক প্রচারের জন্য এভাবে পুরস্কারের ব্যবস্থা করা পছন্দনীয় নয়, বরং পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য শরীয়তের দৃষ্টিতে পছন্দনীয় নিয়ম হল, ব্যপকভাবে মূল্যছাড় দেওয়া কিংবা পূর্বের মূল্য বহাল রেখে পণ্যের পরিমাণ বাড়িয়ে দেওয়া কিংবা পণ্যের গুণগত মান বৃদ্ধি করা ইত্যাদি।
বুহুস ফি কাযায়া ফিকহিয়্যাহ মুআছিরাহ ২/২৩২ ফতাওয়া মুআছিরা ২/৪২০
সমস্যা: বাড়িওয়ালা বাড়ি ভাড়া দেওয়ার সময় এক মাসের ভাড়া অগ্রীম নিয়ে নিয়ে থাকে যা ভাড়া গ্রহীতা চলে যাওয়ার সময় শেষ মাসের ভাড়া হিসেবে কর্তিত হয়। আর এ টাকা বাড়িঅলা নিজের কাজেও ব্যয় করে। শরীয়তে এটা বৈধ কি না?
রায়হান আহমদ
চন্দনাইশ, চট্টগ্রাম
শরয়ী সমাধান: হ্যাঁ, এটা বৈধ। ভাড়াটিয়া সম্মত হলে একমাস বা আরও বেশি সময়ের ভাড়া অগ্রীম নেওয়া জায়েয। আর অগ্রীম ভাড়া নেওয়ার পর পর তার মালিক বাড়িওয়ালা হয়ে যায়। তাই এ টাকা সে নিজ প্রয়োজনে ব্যয় করতে কোনো সমস্যা নেই।
ফতওয়ায়ে আলমগীরী ৪/৪১৭, ফাতহুল কদীর ৮/১৩৫
বিভাগীয় নোটিশ
দৈনন্দিন জীবনের যেকোনো সমস্যার শরয়ী সমাধান জানতে আল-জামিয়া আল- ইসলামিয়া পটিয়ার ফতওয়া বিভাগে প্রশ্ন পাঠাতে পারেন। এজন্য সরাসরি যোগাযোগ বা বিভাগের জন্য নির্দিষ্ট ফোনে যোগাযোগ করুন। প্রশ্ন পাঠাতে পারেন আমাদের ই-মেইল বা ফেসবুক ফ্যান-পেইজেও।
★ফতওয়া বিভাগ★
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
ই-মেইল: daruliftapatiya@gmail.com
পেইজলিংক: @islamiclaw.patiya
ফোন নং: ০১৮৫৬৬১৮৩৬৭ ০১৭০৩৮৩৯৯৯৭
মুফতি আহমদুল্লাহ দা.বা. ০১৭১৫৫০১৫৪০
মুফতি শামসুদ্দীন জিয়া ০১৮১৯৬৬৫১১৩
মুফতি জসিম উদ্দীন দা. ০১৮১১৬১০৫৫৪
মুফতি মানযুর সিদ্দিক ০১৮১৯৯৮০৯৮৬