জামিয়া পটিয়ায় আগামী রোববার ‘শিয়া কাফির’ বিষয়ক বির্তক অনুষ্ঠান

জামিয়া পটিয়ায় আগামী রোববার ‘শিয়া কাফির’ বিষয়ক বির্তক অনুষ্ঠান

জামিয়া পটিয়ায় আগামী রোববার শিয়া কাফির’ বিষয়ক বির্তক অনুষ্ঠান

৫ই মুহাররম ১৪৪০ হি. মোতাবেক ১৬ সেপ্টম্বর ২০১৮ খৃষ্টাব্দ রোজ রোববার, বাদে এশা  জামিয়া পটিয়ার দারুল হাদিসে শিক্ষার্থীদের প্রশিক্ষণ মূলক বির্তক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয় শিয়া কাফির’

উল্লেখ্য যে, শিয়াদেরকে রাফেজীও বলা হয়। শিয়া বা রাফেজীরা ২০ দল, কিংবা ৩২ দলে বিভক্ত। দল যতটাই হোক না কেন, তারা মূলে এক আক্বীদাতেই বিশ্বাসী। তাদের মূল দল হলো- ইছনা আশারিয়াহ শিয়া। শিয়াদের ইতিহাস, আকিদা, যুক্তি ও পাল্টা যুক্তি সম্পর্কে ছাত্রদেরকে দক্ষ করে গড়ে তুলার লক্ষ্যে জামিয়া পটিয়ার তর্ক ও যুক্তি বিভাগের এই আয়োজন। আশা করি অংশগ্রহণকারী সকলেই শিয়া সম্প্রদায়ের দূর্ভিসন্ধি সম্পর্কে অবগত ও তাদের কৌশল সম্পর্কে সম্যক জ্ঞাত হতে পারবেন, ইনশা আল্লাহ।

দাবির পক্ষে যুক্তিপেশ করবেন:

আমীর সিদ্দিক (দাওরা), রিদওয়ান (দাওরা), বদিউল আলম (দাওরা), মুসআব (দাওরা), আব্দুল আযীয (দাওরা), হাফিযুর রহমান (দাওরা), আখতার (দাওরা), রাগেব (উলা), হুমায়ুন (কামেলাইন), জাবের (কামেলাইন), হাসান আলী (দুয়াম), আব্দুল ওয়াহিদ (সিউম) আমজাদ (ছাহারুম)।

দাবির বিপক্ষে যুক্তি পেশ করবেন:

সুহাইলুল কাদের (দাওরা), যাহেদুল্লাহ (দাওরা), মহিউদ্দীন (দাওরা), আরফাত (দাওরা), আবু বকর (দাওরা), শাকেরুল্লাহ (উলা), শাকেরুল্লাহ (কামেলাইন) আব্দুর রহীম, (কামেলাইন), শিবলি নোমান (সিউম), মনিরুল হক (সিউম), ইনামুল হক (সিউম) উসমান (ছাহারুম), আব্দুল্লাহ (ছাহারুম)।

 ‘শোবায়ে মুনাজারা’ (তর্ক ও যুক্তি বিভাগ) এর নির্বাহী যিম্মাদার মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারী হাফিজাহুল্লাহ সকলকে এই বির্তক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ