একাডেমিক যোগাযোগের নিয়মাবলী

একাডেমিক যোগাযোগের নিয়মাবলী

(১) চন্দ্রমাস অনুসরণে নিয়মিত মাসিক রিপোর্ট তৈরী করে সংস্থা প্রধান কার্যালয়ে প্রেরণ করা। উল্লেখ্য যে, সংস্থার পক্ষ হতে মুদ্রিত মাসিক রিপোর্টের ফরম অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করে পাঠানো। অন্যথায় গ্রহনযোগ্য হবে না।

(২) একনাগাদ তিন মাস রিপোর্ট প্রেরণ করা না হলে সংস্থার পক্ষ হতে পরিচালকের বরাবরে কারণ দর্শানো নোটিশ পাঠানো হবে এবং নোটিশ ইস্যু করার পর ১৫ দিনের মধ্যেই জবাব পাঠাতে হবে।

(৩) যদি জবাব সন্তোষজনক না হয় বা যথাসময়ে জবাব পাঠানো না হয় তাহলে কর্তৃপক্ষ সে প্রতিষ্ঠান সম্পর্কে যে কোন পদক্ষেপ গ্রহণ করতে পারবে। প্রয়োজনে উক্ত প্রতিষ্ঠানের মঞ্জুরীও বাতিল করতে পারবে।

(৪) হিফজ সমাপ্তকারী ছাত্রদের পূর্ণ তালিকা প্রতি বছর জুমাদাল উখরার ১৫ তারিখের মধ্যে কার্যালয়ে প্রেরণ করতে হবে।

(৫) ১৫ তারিখের পর জুমাদাল উখরার ভেতর তালিকা প্রেরণ করলে বিলম্বের সঙ্গত কারণ লিখিতভাবে তালিকার সাথে সংযুক্ত করে পাঠাতে হবে।

যোগাযোগের ঠিকানা

প্রধান কার্যালয়: আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

ই-মেইল: tahfizpatiya54@gmail.com

মোবাইল:

সাধারণ সম্পাদক: ০১৮৭১৫২৫২৫২

নির্বাহী সম্পাদক: ০১৮১৮৮৮৮০৮৮

অফিস: ০১৫৮০৬৬৮০৬৬

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ