বিষয়ঃ নামাযে অশুদ্ধ বা ভুল তিলাওয়াত প্রসঙ্গে।
প্রশ্নঃ আমাদের গ্রামের জামে মসজিদের ইমাম সাহেব একজন ক্বারী, কিন্তু তিনি মাঝেমধ্যে লাহানে জলী (স্পষ্ট ভুল) করে থাকেন। যেমনঃ ليكونا من الأسفلين এর মধ্যে ليكونا কে ليكون পড়েন এবং لم يلق أثاما এর মধ্যে لم يلقا পড়েন। এধরনের আরো অনেক লাহানে জলী করে থাকেন।
এখন প্রশ্ন হলঃ উক্ত নামায শুদ্ধ হবে কি না? নামায শুদ্ধ হলে এটা কোরআন বিকৃত করা নয় কি? শরয়ী সমাধান দিয়ে বাধিত করবেন।
নিবেদক
মুহাম্মদ ইউনুছ
কাউয়ার কুপ, রামু
শরয়ী সমাধান
إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد!
উত্তরঃ যে কোন “লাহানে জলীর” দ্বারা নামায ভঙ্গ হয়না, বরং অর্থের আমুল পরিবর্তন হলে নামায ভঙ্গ হয়। প্রশ্নে বর্ণিত শব্দ দুটির উল্লিখিত উচ্চারণে নিঃসন্দেহে পবিত্র কোরআনের উচ্চারণ বিকৃত হয়েছে, তবে যেহেতু অর্থের আমুল পরিবর্তন হয় নাই তাই নামায হয়ে যাবে। কেরাত ভুল পড়ার কারণে নামায ভেঙ্গে যাওয়ার কিছু মৌলিক বিধান রয়েছে, নির্দিষ্ট কোন্ ভুল দ্বারা নামায ভঙ্গ হবে তা নিরুপন করা সাধারণ মুসল্লির জন্য দুষ্কর ও বিভ্রান্তিকর। তাই কোন ভুল হয়ে গেলে স্থানিয় অভিজ্ঞ উলামায়ে কেরাম থেকে জেনে নেওয়াটাই হচ্ছে সাধারণ মুসল্লির জন্য সহজ ও নিরাপদ পথ।
والله أعلم بالصواب
শরয়ী প্রমাণাদী
الدر المختار: ١؍٦٣٢
ولو زاد كلمة أو نقص كلمة أو نقص حرفا أو قدمه أو بدله بأخر …الخ لم تفسد مالم يتغير المعني ۔
هندية:١؍٣٢
ولو قرأ القرأن في الصلاة بالإلحان إن غير الكلمة تفسد وإن كان ذلك في حروف المد واللين لا تفسد إلا إذا فحش۔
غنية المستملي:٤٤٦
إن الخطأ في القران اما أن يكون في الإعراب …أو في الحروف …أوزيادة أو نقصه…أو في الكلمة أو في الجمل كذالك ..الخ والقاعدة عند المتقدمين أن ما غير تغيرا إعتقاده كفرا يفسد في جميع ذالك۔
ফতওয়া প্রদানে-
ফতওয়া বিভাগ আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া,চট্টগ্রাম
ই-মেইল: daruliftapatiya@gmail.com