ধারা নং ১৮ : মুহতামিম বা নিবাহী মুহতামিমের দায়িত্ব ও অধিকার

ক) মুহতামিম মাদ্রাসার যাবতীয় কাযাবলী প্রত্যক্ষ পরিচালনা শৃঙ্খলা বিধান ও নিয়ন্ত্রণ করবেন।

খ) মজলিসে শোরা ও আমেলার সবপ্রকার অধিবেশন আহব্বান করবেন।

গ) মাদ্রাসার সকল প্রয়োজনীয় কাগজপত্র দস্তখত, রসিদ বহিতে দস্তখত এবং ভাউচার অনুমোদন করবেন।

ঘ) অধিবেশনসূহের কাযবিরনী লিপিবদ্ধ ও সংরক্ষণ করবেন।

ঙ) প্রয়োজনে শিক্ষক কমচারীদের নিকট থেকে কৈফিয়ত তলব ও তাদেরকে সতক করবেন। প্রয়োজনে তাদেরকে সাময়িক অব্যহতি দান করতে পারবেন।

চ) নৈমিত্তিক খরচের জন্য শোরা আমেলা কতৃক অনুমোদিত পরিমাণ অথ মাদ্রাসার মুহাসিবের কাছে জমা রাখতে পারবেন।

ছ) মাদ্রাসার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং লেখাপড়ার পরিবেশ সুষ্ট রাখার স্বাথে মাদ্রাসাকে দলীয় রাজনৈতিক কাযকলাপ মুক্ত রাখবেন। অনুরুপভাবে ছাত্রদেরকেও দলীয় রাজনৈতিক সংগঠন তথা রাজনৈতিক ছাত্র সংগঠন থেকে মুক্ত রাখবেন।

জ) প্রয়োজনে তিনি মাদ্রাসার কোন কাজের দায়িত্ব কোন শিক্ষকের উপর অপণ করতে পারবে।

ঝ) মাদ্রাসার আয় ব্যয়ের অডিট করার পর অনুমোদনের জন্য শোরার নিকট পেশ করবেন।

ঞ) মজলিসে আমেলার অনুমোদন সাপেক্ষে নিম্ন বেতনভোগী কমচারীদের নিয়োগ বরখাস্ত করতে পারবেন।

ট) মাদ্রাসার আদশ ও লক্ষ্য উদ্দেশ্যের বরখেলাফ আচরণকারী ছাত্রকে বহিস্কারযোগ্য মনে হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে পরামশক্রমে বহিস্কার করতে পারবে।

ঠ) মাদ্রাসার ছুটি ঘোষণা, ছাত্রদের ভতির মঞ্জুরী খোরাকী মঞ্জুরী সনদ ও অনুমতিপত্র প্রদান এবং শিক্ষকদের বেতনের ব্যবস্থা করবেন।

ড) তিনি শোরা বা আমেলার অনুমোদনে নাজেমে তালীমাত , নাজেমে দারুত্তোলবা ও বিভাগীয় নাজেম নিয়োগ করবেন।

ঢ) আমেলার পরামশক্রমে শোরা ও আঞ্জুমানের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনবোধ শিক্ষক কমচারী নিয়োগ বা তাদেরকে বরখাস্ত করতে পারবেন।

ণ) শিক্ষক কমচারীদের ছুটি মঞ্জুর করবেন।

ত) তালীমাতের রিপোট অবগত হয়ে ছাত্রদেরকে ৫দিনের অধিক ছুটি মঞ্জুর করবেন।

থ) আথিক বছরের শেষে মাদ্রাসার বাষিক রিপোট তৈরী করবেন।

দ) তিনি শোরা আমেলা ও আঞ্জুমানের নিকট জবাবদেহ করবেন।

ধ) প্রয়োজনে মাদ্রাসায় নিবাহী মুহতামিমের পদ সৃষ্টি করা যাবে। তখন নিবাহী মুহতামিম মাদ্রাসার নিবাহী কমকতা হবেন এবং মুহতামিম তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করবেন। নিবাহী মুহতামিম যে কোন গুরুত্বপূণ বিষয়ে মুহতামিমের পরামশ নিবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ