‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’ এর সাধারণ সভার সিদ্ধান্তসমূহ
গতকাল ৬ই রবিউল আওয়াল ১৪৪১ হিজরী, মোতাবেক ৪ঠা নভেম্বর ২০১৯ খৃষ্টাব্দ রোজ সোমবার বাদে আসর হতে ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’য় বোর্ডের বাৎসরিক সাধারণ সভা, মজলিশে শুরা ও পরীক্ষা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের সভাপতি আল্লামা সুলতান জওক নদভী হাফিজাহুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠান আরম্ভ হয়। উক্ত অনুষ্ঠানে সর্বস্মতিক্রমে নিম্নের সিদ্ধান্তগুলো গৃহিত হয়।
১. বোর্ডের সহ-সভাপতির দায়িত্ব অর্পণ করা হয় জামিয়া পটিয়ার শায়খুল হাদিস, ফকিহুদ্বিন, আল্লামা মুফতি আহমদুল্লাহ -হাফিজাহুল্লাহ এর উপর এবং সহ-সেক্রেটারীর দায়িত্ব প্রদান করা হয় জামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক, উদিয়মান আলোচক ও গবেষক, আল্লামা কাজী আকতার হোসাইন আনোয়ারী (মুদ্দাজিল্লুহু) কে এবং আঞ্জুমানে ইত্তেহাদের পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব অপর্ণ করা হয় জামিয়া পটিয়ার শিক্ষা বিভাগীয় প্রধান, আল্লামা মুফতি জসিমুদ্দিন কাসেমী -হাফিজাহুল্লাহকে এবং তাঁর সহকারী হিসাবে দায়িত্ব প্রদান করা হয় জামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা সাবের মাসুম সাহেবকে।
২. গত বছরের হিসাব-নিকাশ পর্যালোচনা ও কার্যক্রমের বিবরণ শুনানোর পর অনুমোদন দেয়া হয়।
৩. হাইয়াতুল উলইয়া কর্তৃক দাওরায়ে হাদিস পরীক্ষার জন্য মিশকাত পরীক্ষা বাধ্যতামূলক করার কারণে এ বছর থেকে জামাতে দুয়ামের পরির্বতে জামাতে উলা-কামেলাইনে মারকাযী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উলা-কামেলাইনের প্রশ্নপত্র আরবীতে হবে।
৪. চলতি বছর ইত্তিহাদের কেন্দ্রীয় পরীক্ষা ১৩ শাবান থেকে আরম্ভ হয়ে ১৯ শে শাবান সমাপ্ত হবে। ১৫ ই শাবান শবে বরাত উপলক্ষ্যে পরীক্ষা হবে না।
৫. নিম্ন বর্ণিত হারে মারকাযী পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে; জামাতে হাস্তুম-৩০০। জামাতে শাশুম-৩৫০। জামাতে ছাহারুম-৪০০। জামাতে উলা-কামেলাইন-৫০০। তাজভীদ-৫০০।
৬. পরীক্ষার্থীদের নাম-ঠিকানা সহ একসাথেই ২০ জুমাদাল উখরা ১৪৪১ হিজরীর মধ্যে ইত্তিহাদ অফিসে ফি জমা করতে হবে।
৭. পরীক্ষার হল, পরীক্ষক ও হল নিয়ন্ত্রক (নাজুর-মুরাকিব) নির্ধারণ করা হয়।
৮. হাইয়াতুল উলইয়ার পক্ষে থেকে নির্দেশনা থাকার কারণে আগামীতে বোর্ড কর্তৃক নির্ধারিত সকল মারকাযী পরীক্ষায় সংযুক্ত মাদরাসাসমূহকে অংশগ্রহণ করতে হবে। সুতরাং ইত্তিহাদ সংশ্লিষ্ট সকল মাদরাসা এখন থেকে (জামাতে হাস্তুম থেকে উলা-কামেলাইন পর্যন্ত) সকল মারকাযী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে।
Discussion about this post