আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসে অন্তর্ভুক্ত হওয়ার নিয়মাবলি

দ্বীনী শিক্ষার মানোন্নয়ন এবং নিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনার মানসে যে কোন কওমী মাদরাসা এই বোর্ডের অন্তর্ভুক্ত হতে পারবে। তবে ঐ মাদরাসাকে বোর্ডের পাঠ্যসূচী ও যাবতীয় নিয়ম-কানুন অনুসরণে বাধ্য থাকতে হবে এবং বোর্ডের স্বার্থের পরিপন্থি যে কেন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার জন্য নিম্নের বিষয়গুলি অবলম্বন করা জরুরি:

(১) বোর্ডের দফতর থেকে একটি এলহাকী ফরম সংগ্রহ করা।

(২) মাদরাসার পূর্ণ নাম (আরবি-বাংলা) লিখে শিক্ষক-কর্মচারির সংখ্যা, ছাত্র সংখ্যা, প্রতিষ্ঠানে চলমান জামাত (শ্রেণী) ইত্যাদি উল্লেখ করে এলাহাকী ফরম নিখুঁতভাবে পুরণ করা।

(৩) মুহতামিম/পরিচালক সাহেব স্বশরিরে উপস্থিত হয়ে এলহাকী ফরমে স্বাক্ষর করে আঞ্জুমানের সাধারণ সম্পাদকের কাছ থেকে অনুমোদন গ্রহণ করা।

(৪) নির্ধারিত ফি প্রদান করে আঞ্জুমানের অফিসে এলহাকী ফরম জমা করা।

 

ফরম সংগ্রহ ও সার্বিক যোগাযোগ

মাওলানা সাঈদুল হক

কেন্দ্রীয় অফিস সেক্রেটারী

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমী মাদরাসা শিক্ষাবোর্ড)

মোবাইল : 01819065606

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ