দায়েরাতুল আদাব আল ইসলামি ( আরবি ও বাংলা সাহিত্য আসর) এ সাহিত্য আসরে জামাতে পঞ্জুম থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত ছাত্রদেরকে আরবি, বাংলা ও ইংরেজী সাহিত্যের বক্তৃতা, লিখনির প্রশিক্ষণ দেয়া হয়। এ বিভাগের তত্বাবধানে ‘আদ-দায়েরা’ নামক একটি আরবি সাময়ীকি প্রকাশ করা হয়।