সনদের মান

জামিয়ার সনদের মান

জামিয়ার সর্বোচ্চ একাডেমিক সনদ- “দাওরায়ে হাদীস”(মাষ্টার্স সমমান)-এর সনদ। দাওরায়ে হাদীসের চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে এই সনদ প্রদান করা হয়। এই সনদ সরকারি মহলসহ মুসলিম বিশ্বের ইসলামী বিশ্ববিদ্যালয়সমূহে সর্বস্বীকৃত। যেমন, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মালিক সৌদ বিশ্ববিদ্যালয়, লিবিয়ার ‘কুল্লিয়াতুদ-দাওয়া আল-ইসলামিয়া’ এবং মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয় ইত্যাদি।

এ ছাড়া আরো কতিপয় বিভাগীয় সনদ ছাত্রদেরকে প্রদান করা হয়। সন্তোষজনক বিষয় হল বর্তমানে বাংলাদেশ সরকার দাওরায়ে হাদিসের সনদের স্বীকৃতি দিয়ে মাষ্টার্সের সমমান ঘোষণা করেছেন।

সনদপ্রাপ্ত আলিমদের কর্ম তৎপরতা

জামিয়ায় ছাত্ররা শিক্ষা-দিক্ষা শেষ করে কর্ম জীবনে সমূহ ইলমী ও দ্বীনি অঙ্গনে গৌরবোজ্জ্বল অবদান রেখে চলছে। যথা- শিক্ষকতা, সামাজিক সমস্যার শরয়ী সমাধান, ওয়াজ-নসীহত, ইমামতী, সাংবাদিকতা, দ্বীনি বই পুস্তক রচনাসহ বিভিন্ন খেদমাতে নিয়োজিত রয়েছে। উপরন্তু অনেকেই (হালাল) ব্যবসা-বাণিজ্য ও হস্তশিল্পকেও পেশা হিসেবে গ্রহণ করে থাকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ