জামিয়ার খেদমাত

শিক্ষা-দিক্ষায় জামিয়ার খেদমাত

শিক্ষা-দিক্ষার যে কোন পরিকল্পনা সফলতার শীর্ষ পর্যায়ে উত্তীর্ণ করার লক্ষ্যে প্রয়োজন অনুকুল পরিবেশ তৈরি, একদল যোগ্য আলিমেদ্বীন গড়ে তোলা, যুগের চাহিদা পূরণ করতে পারে এমন পাঠ্যক্রম  প্রণয়ন করা এবং নিষ্ঠার সাথে সুপ্ত প্রতিভা ও যোগ্যতাকে কাজে লাগানো, সফলতার এসব উপকরণ ও সোপান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ায় যথাযথভাবে বিদ্যমান। এক্ষেত্রে জামিয়া পটিয়া পরিপূর্ণ সফল ।

প্রতিষ্ঠালগ্ন থেকে জামিয়ার আশি বছর ব্যাপী তা’লীমী সফরে অজস্র ইসলামিক স্কলার ও নিষ্টাবান দাঈ জাতিকে উপহার দেয়া সফলতার জ্বলন্ত প্রমাণ। জামিয়ার একাডেমিক মান উন্নত ও যুগপোযুগী হওয়ায় মিশরের বিখ্যাত ও ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় আল-আযহার বিশ্ববিদ্যালয়, মালিক সৌদ বিশ্ববিদ্যালয় (রিয়াদ) সহ মুসলিম বিশ্বের কতিপয় বিশ্ববিদ্যালয় জামিয়ার সনদের স্বীকৃতি প্রদান করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ