যিনা কি ? প্রেম কি ? ও শাস্তি কি ?

যিনা কি ? প্রেম কি ? ও শাস্তি কি ?

বিয়ের পূর্বের প্রেম = যিনা ,( অবৈধ , হারাম )।

বিয়ের পরে প্রেম = ইবাদত ,( বৈধ , হালাল )।

রাসুলুল্লাহ বলেছেনঃ কোন বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া চোখের যিনা , অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার যিনা , অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের যিনা , ব্যাভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের যিনা , খারাপ কথা শোনা কানের যিনা , আর যিনার কল্পণা করা ও আকাংখা করা মনের যিনা।

অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়

[ সহীহ আল-বুখারী , মিশকাত : ৮৬, সহীহ আল-মুসলিম : ২৬৫৭, সুনানে আবু দাউদ, সুনানে আন-নাসায়ী ]

যিনা হারাম ও অত্যন্ত মন্দ কাজ আল্লাহ তাআ’লা যিনাকে হারাম ঘোষণা করে বলেছেন,

তোমরা যিনার কাছেও যাবে না। কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ।

[সুরা বনী-ইসরাঈলঃ ৩২ ]

রাসুলুল্লাহ ﷺ বলেছেনঃ

আল্লাহর দৃষ্টিতে শিরকের পর সবচাইতে বড় গুনাহ হচ্ছে এমন কোন জরায়ুতে একফোটা বীর্য ফেলা, যা আল্লাহ তার জন্য হালাল করেন নি।

[ সহীহ বুখারী ]

রাসুলুল্লাহ বলেছেন , যিনাকারী যখন যিনা করে , সে তা ঈমানদার অবস্থায় করে না।

[ বুখারি ও মুসলিম ]

যিনার শাস্তি:

যে সব বড় পাপ করলে দুনিয়াতেই কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে যেনা তার মধ্যে অন্যতম।

দুনিয়াতে দু’টি বড় পাপের প্রতিক্রয়া খুবই নিন্দনীয়। যেনা তার একটি।

যেনাকারীর বাস্তব বিচার বা সামাজিক বিচার যেমন অপমানজনক তেমনি সমাজে দুর্নাম ছড়িয়ে যাওয়াও অপমানজনক।

কাজেই যেনাকারী ইহকালেও ক্ষতিগ্রস্ত , পরকালেও ক্ষতিগ্রস্ত। এটা এমন একটা পাপ যার মাধ্যম অনেক। যেমন: – চোখ, হাত, পা, কান, মুখ, অন্তর ও লজ্জাস্থান। এগুলির দ্বারা মানুষ যেনার মত জঘন্য পাপ করে থাকে।

আল্লাহ তা’আলা বলেনঃ

তোমরা যেনার নিকটবর্তীও হয়োনা, এটা অশ্লীল ও নিকৃষ্ট পথ। ”

( সুরা -বানী -ইসরাঈল- ৩২)

অন্যত্র বলেছেনঃ

ব্যভিচারিনী নারী ও ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে একশত করে বেত্রাঘাত কর । আল্লাহর আইন কার্যকর করার ব্যাপারে তাদের প্রতি দয়ামায়া তোমাদেরকে যেন প্রভাবিত না করে, যদি তোমরা আল্লাহ ও আখিরাত দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে থাক। একদল মুমিন যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। 

(সুরা – নুর -২)

বর্তমানে একশ্রেনীর জ্ঞানহীন কিছু যুবক-যুবতী, লজ্জা-শরম ভুলে গিয়ে পরকিয়া প্রেমে আসক্ত হয়ে যেনা করছে ও মা-বাবার অবাধ্য হচ্ছে। যৌনাচারের মত বিষাক্ত ভাইরাস ছড়িয়ে বেড়াচ্ছে সমাজে। এরা মুসলীম নামের কলংক।

সতর্ক করতে গেলে বিভিন্ন যুক্তি দেখায়, বিভিন্ন অযুহাত দেখিয়ে ( নিজের করা জঘন্যতম ) পাপকে অস্বীকার করে।

আর এই পরকিয়া প্রেমের সাহায্য হিসাবে কিছু ( অজ্ঞ-জ্ঞানী ) লোকেরা ইসলামিক লেবাস পড়ে টাকা কামিয়ে পাপের ভাগীদার হচ্ছে।

আল্লাহ পাক আমাদের কৃতপাপ সমূহ ক্ষমা করুন এবং সবাইকে যিনার মত ঘৃণিত পাপ হতে বিরত থাকার তাওফিক দান করুন, এবং আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে সমাজে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অশ্লীল কাজ-কর্ম থেকে হেফাজত করুন। আমীন।

উত্তর লিখনেঃ

★ ফতওয়া বিভাগ ★

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

ই-মেইল: daruliftapatiya@gmail.com

পেইজলিংক: @islamiclaw.patiya

ফোন নং:

০১৮৫৬৬১৮৩৬৭

০১৭০৩৮৩৯৯৯৭

মুফতি আহমদুল্লাহ দা.বা.

০১৭১৫৫০১৫৪০

মুফতি শামসুদ্দীন জিয়া

০১৮১৯৬৬৫১১৩

মুফতি জসিম উদ্দীন দা.

০১৮১১৬১০৫৫৪

মুফতি মানযুর সিদ্দিক

০১৮১৯৯৮০৯৮৬

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ