৯ম হিফজুল হাদীস প্রতিযোগিতার ফরম জমাদানের শেষ তারিখ আগামী কাল
‘‘বাংলাদেশ তাহফীজুল কোরআন সংস্থা” ৩৯ তম হিফজুল কোরআন প্রতিযোগিতার পাশাপাশি মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে ৯ম হিফজুল হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেছে। যেন মাদরাসা শিক্ষার্থী তালিবে ইলমরা দক্ষ ও যোগ্য হয়ে উঠেন।
সংস্থার নিয়ম অনুযায়ী প্রতিযোগীদের বিস্তারিত নাম-ঠিকানা, প্রতিষ্ঠানের সীলমোহর ও মোবাইল নাম্বারসহ ১১ ফেব্রুয়ারী ২০১৯ ইং সোমবারের মধ্যেই সংস্থার প্রধান কার্যালয়ে পৌঁছাতে হবে।
অতএব, আগ্রহী প্রতিযোগীদেরকে আগামীকালের মধ্যেই সংস্থার কার্যালয়ে ফরম পূরণ করে জমা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
শুভেচ্ছান্তে
সভাপতি: আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী
সাধারণ সম্পাদক: মাওলানা মুহাম্মাদ রহমতুল্লাহ
বাংলাদেশ তাহফীজুল কোরআন সংস্থা
ফরম নিম্নের লিংক থেকে ডাউনলোড করুন…
অথবা-