৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক মহাসমাবেশ সফল করার উদার্থ আহ্বান জানিয়েছেন জামিয়া প্রধান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দাওয়াত ও তাবলীগ, মাদারিসে কওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ওলামা শায়েখের উদ্যোগে আগামী ৫ নভেম্বর ২০২৪ইং. মঙ্গলবার সকাল ৯ টায় একটি ‘মহাসমাবেশ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ঐতিহাসিক মহাসমাবেশটি সফল করার জন্য ফাজেলানে জামিয়া,তালেবানে জামিয়া এবং বৃহত্তর চট্টগ্রামের দ্বীনদার মুসলমানসহ দেশের সর্বস্তরের তাওহিদি জনতকে সোৎসাহে শরীক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আল—জামিয়া আল—ইসলামিয়া পটিয়ার মুহতামিম হযরত মাওলানা মুফতি আবু তাহের কাসেমী নদভী সাহেব।
জামিয়ার মুহতামিম সাহেব বলেন,“সর্বস্তরের ছাত্র—জনতা,আলেম—ওলামা ও শহীদের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে উন্নয়ন সমৃদ্ধি ও সর্বস্তরের শান্তি—শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে আলেম—উলামা ও দেশপ্রেমী মানুষের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া সময়ের অপরিহার্য দাবি। এই লক্ষ্যে আগামী ০৫ এ নভেম্বরের মহাসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ । সুতরাং যে কোন মূল্যে মহাসমাবেশকে সাফল্যমন্ডিত করে তুলতে হবে”।
তিনি বলেন, “মাদারিসে কওমীয়া আমাদের দ্বীন হেফাজত ও সংরক্ষণের কেন্দ্র এবং দাওয়াত ও তাবলিগ আমাদের দ্বীন প্রচার ও প্রসারের কেন্দ্র। আজ আমাদের দ্বীন হেফাজত ও প্রসারের এ দু’কেন্দ্র ও মারকাজ নিয়ে বাতিলপন্থীরা বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনছে। তাদের এ ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে আমাদের সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই। সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক এ সমাবেশ আমাদের ঐক্যের ভীতকে মজবুত ও সুদৃঢ় করবে। তাই সকলকে ‘ঐতিহাসিক মহাসমাশে’ উপস্থিত হওয়ার জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি”।
বার্তা প্রেরক—
মুহাম্মাদ আকরাম সা’দী
সচিব : জামিয়া প্রধান কার্যালয়
May be an image of text
See insights and ads
Boost post
All reactions:

You and 431 others

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ