৪১ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২১ ইং-এর ফরম জমা দেয়ার শেষ তারিখ আগামী বুধবার
বিশ্বমানবতার মুক্তির সনদ, চিরন্তন, শাশ্বত পবিত্র কোরআনে কারীমের বিশ্বব্যাপী ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে ‘‘বাংলাদেশ তাহফীজুল কোরআন সংস্থা” ৪১ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামী ১২, ১৩ রজব মোতাবেক ২৫,২৬ শে ফেব্রুয়ারী ২০২১ ইংরেজী (বৃহস্পতিবার ও জুমাবার) অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীকে আগামী ১০ শে ফেব্রুয়ারী ২০২১ ইংরেজী (বুধবারের) মধ্যে নিম্নের নিয়মাবলী মেনে ফরম জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য যে, এ বছর উদ্ভূত করোনা পরিস্থিতি বিবেচেনা করে শুধুমাত্র ৩০ পারার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ী সকলকে পুরস্কৃত করা হবে, তবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে, ইনশা আল্লাহ।
প্রতিযোগিতার নিয়মাবলী
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে অবশ্যই নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। কোন শর্তই শিথিলযোগ্য নয়।
- প্রতিযোগীকে অবশ্যই বর্তমানে অধ্যয়নরত ছাত্র হতে হবে।
- বাংলাদেশের যে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে উক্ত প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। ব্যক্তিগতভাবে অংশগ্রহণের সুযোগ নেই।
- প্রতিযোগীদের বিস্তারিত নাম-ঠিকানা প্রতিষ্ঠানের সীলমোহর ও মোবাইল নাম্বারসহ ১০ ফেব্রুয়ারী ২০২১ ইং বুধবারের মধ্যেই সংস্থার প্রধান কার্যালয়ে পৌঁছাতে হবে।
- ২৪ ফেব্রুয়ারী ২০২১ বুধবার রাত ১১ টার মধ্যে সংস্থার প্রধান কার্যালয় হতে অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র বিহীন কোন প্রার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
- অংশগ্রহণকারীদের সাথে সংশ্লিষ্ট শিক্ষকের উপস্থিতি অপরিহার্য এবং প্রেরিত বিবরণের অনুলিপি প্রতিযোগিতার দিন দাখিল করা আবশ্যক। পূর্বে অংশগ্রহণকারী প্রতিযোগী একই গ্রুপে ২য় বার অংশ গ্রহণ করতে পারবে না।
- প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সংস্থার পক্ষ হতে প্রেরিত নির্দিষ্ট ফরম পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ করতে হবে।
- প্রতিটি হিফজ প্রতিষ্ঠান থেকে শুধু ৩০ পারা গ্রুপে ১জন অংশগ্রহণ করতে পারবে।
- হিফজে কোরআন প্রতিযোগিতায় ১৫ বছর বয়সোর্ধ প্রতিযোগীর নাম প্রেরণ করা যাবে না।
- ফরমের ফটোকপি/অনুলিখিত কপি ব্যবহারযোগ্য। ফরম স্ক্যানিং করে সংস্থার ইমেইলেও পাঠানো যাবে, তবে মোবাইলে তা নিশ্চিত করতে হবে। মোবাইল নং: ০১৭৭৪১০৩৩২৪ E-mail: tahfizpatiya54@gmail.com