৩০শে সফর মোতাবেক ১৬ই সেপ্টেম্বর (শনিবার) জামিয়া পটিয়ায় আল্লামা রফীক আহমদ (রহ.)-এর মারসিয়া অনুষ্ঠান ও দুআ মহফিল।

৩০শে সফর মোতাবেক ১৬ই সেপ্টেম্বর (শনিবার) জামিয়া পটিয়ায় আল্লামা রফীক আহমদ (রহ.)-এর মারসিয়া অনুষ্ঠান ও দুআ মহফিল।

উপমহাদেশের বরেণ্য ব্যক্তিত্ব, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস, বহুগ্রন্থ প্রণেতা শারেহুল হাদিস আল্লামা রফীক আহমদ (রহ.)-এর স্মরণে আগামি ৩০শে সফর ১৪৪৫ মোতাবেক ১৬ই সেপ্টেম্বর ২০২৩  খৃষ্টাব্দ, রোজ শনিবার, বাদে আসর হতে জামিয়ার ‘শোবায়ে মুশায়ারা’ (কাব্য চর্চা বিভাগ)-এর তত্ত্বাবধানে একটি মারসিয়া অনুষ্ঠান ও দুআ মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে জামিয়া পটিয়াসহ অন্যান্য দীনী মাদরাসার ছাত্র-শিক্ষক, জামিয়ার ফাযেল ও শুভকাঙ্খীগণ (আরবি, উর্দূ, ফার্সী এবং বাংলা ভাষায়) ছড়া-কবিতা ইত্যাদির মাধ্যমে অংশগ্রহণ করেছেন। তাদের রচিত কাব্যগুলো অনুষ্ঠানে পাঠ করে শুনানো হবে।

অতএব, সকলের প্রতি বিনীত নিবেদন, উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন।

 

সালামান্তে

মাওলানা সরওয়ার কামাল (হাসরত)

সহকারী যিম্মাদার

শোবায়ে মুশায়ারা (কাব্য চর্চা বিভাগ)

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ