হিফজ বিভাগের মারকাযী পরীক্ষার নিয়মাবলী

হিফজ বিভাগের মারকাযী পরীক্ষার নিয়মাবলী

  • হিফজুল কোরআনের প্রতি গুরুত্ব ও মান-উন্নয়ের উদ্দেশ্যে সংস্থাধীন হিফজ প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রীয় পরীক্ষার ব্যবস্থা করা হবে।
  • হিফজ সমাপ্তকারী ছাত্রদের মারকাজী পরীক্ষা শাবান মাসে অনুষ্ঠিত হবে।
  • সংস্থাভূক্ত প্রতি হিফজ প্রতিষ্ঠানের জন্য মারকাজী পরীক্ষায় অংশগ্রহণ বধ্যতামূলক।
  • পরীক্ষার নিয়ম-কানুন সংস্থা কর্তৃক প্রদত্ত হবে।
  • চার বিষয়ে মারকাজী পরীক্ষা অনুষ্ঠিত হবে…… ১. হাদর ও তারতীল উভয় পদ্ধতিতে পূর্ণ কুরআন শরীফের হিফজ। ২. তাজবীদের নিয়মাবলী। ৩. মাসনূন দোয়াসমূহ। ৪. আকাঈদ ও ফিকহের প্রয়োজনীয় মাসআলাসমূহ।
  • মারকাজী পরীক্ষার বিষয়সমহের নাম্বার নিম্ন রূপে হবে।

১. হিফজুল কোরআন:   ১০০

২. ফিকহ ও আকাঈদ: ১০০

৩. তাজবীদ: ৫০

৪. মাসনূন দোয়া: ৫০

প্রতি ১০০ নাম্বারে ৫০ এবং প্রতি ৫০ নাম্বারে ২৫ নাম্বার প্রাপ্ত হলেই পাশ ধরা হবে, অন্যথায় অকৃতকার্য গণ্য হবে।

বিভাগ নির্ধারণ নিম্ন রূপ:

১. মুমতাজ: ৯০

২. জাইয়িদ জিদ্দান: ৮০

৩. জাইয়িদ: ৬৫

৪. মাকবুল: ৫০

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ