হযরতুল আল্লামা মুফতি ওয়াক্কাস (রহ.)-এর ইন্তিকালে জামিয়া প্রধানের গভীর শোক প্রকাশ
আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সিনিয়র সহসভাপতি,দেশের বর্ষিয়ান আলেম, জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক মহাসচিব,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্মপ্রতিমন্ত্রী হযরতুল আল্লামা মুফতি ওয়াক্কাস (র.) আজ ১৬ই শাবান ১৪৪২ হিজরী, ৩১শে মার্চ ২০২১ খৃষ্টাব্দ বুধবার সকাল ৫ঘটিকায় ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৯ বছর এবং তিনি ৩ ছেলে ৪ মেয়ে ও অসংখ্য শাগরিদ-ভক্ত-অনুরক্ত রেখে যান।
তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস এবং আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড)-এর স্বনামধন্য মহাসচিব আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী (হাফিজাহুল্লাহ)।
গণমাধ্যমকে দেয়া এক শোকবার্তায় আল্লামা বোখারী বলেন, আল্লামা মুফতি ওয়াক্কাস (র.) ছিলেন একজন প্রাজ্ঞ রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব। অত্যন্ত জনপ্রিয় এমন আলিমে দ্বীনের বিয়োগে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান গভীরভাবে শোকাহত ও মর্মাহত হয়েছে। আল্লামা বোখারী মরহুমের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা ও মহান আল্লাহর কাছে তাঁর মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও ভক্ত-অনুরক্ত; সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।