সুললিত কণ্ঠে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা’
২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ২০২০খৃষ্টাব্দ (বুধ, বৃহস্পতি ও জুমাবার) ‘বাংলাদেশ তাহফীজুল কুরআন সংস্থা’র উদ্যোগে ৩ দিনব্যাপী ৪০তম ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ এবং জুমাবার ১০ম হিফজুল হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাদে এশা উভয় গ্রুপের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংস্থার সভাপতি ও জামিয়া প্রধান আল্লামা মুফতি আব্দুল হালীম বোখরী (হাফিজাহুল্লাহ) বলেন, সুললিত কণ্ঠে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা’ আরম্ভ হয়। আল-হামদুলিল্লাহ, এ ধারা ৪০ বছর পর্যন্ত চালু আছে। আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন এ পবিত্র উদ্যোগকে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখেন।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৫২৮টি মাদরাসা থেকে ১ম (৩০ পারা) গ্রুপে ৪৮৭ জন এবং ২য় (১৫ পারা) গ্রুপে ৫২১ জন, সর্বমোট ১০০৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। তদ্মধ্যে প্রথম স্থান অধিকার করে পুরস্কৃত হয়েছেন ১ম গ্রুপে ৯৬জন এবং ২য় গ্রুপে ১৬৯ জন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ১ম গ্রুপে ১২১জন এবং ২য় গ্রুপে ১৩৬ জন। তৃতীয় স্থান অধিকার করেছেন ১ম গ্রুপে ১৬০জন এবং ২য় গ্রুপে ৮৮ জন।
দু’পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম পর্ব সাধারণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত ১০ জন করে মোট ২০ জনকে নিয়ে দ্বিতীয় পর্বের বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাদের মধ্য থেকে প্রথম তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। ১ম গ্রুপে(৩০ পারা) বিজয়ীরা হলেন….
১. রায়হান বিন এনামুল হক, রঙ্গিপাড়া হেফজখানা, গারাংগিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।
২. সোহাইল বিন বশীর আহমদ, আল-জামিয়া আল-আরবিয়া গোরকঘাটা, মহেশখালী, কক্সবাজার।
৩. গোফরান মাহমূদ বিন মাওলানা নুরুল আবছার, আল-জামিয়াতুল কোরআনিয়া চন্দ্রঘোনা, চট্টগ্রাম।
২য় গ্রুপে বিজয়ীরা হলেন….
১. মুহাম্মাদ আতীক শাহরিয়ার বিন হারুনুর রশীদ, আল-জামিয়াতুল কোরআনিয়া চন্দ্রঘোনা, চট্টগ্রাম।
২. আসআদ বিন হাফেজ মুহাম্মদ, আল-জামিয়া আল-ইসলামিয়া দারুস সুন্নাহ, হৃীলা, টেকনাফ।
৩. আফজালুল্লাহ বিন মুহিব্বুল্লাহ, তাজভীদুল কোরআন হিফজখানা, দেয়াংপাড়া, রাজারকুল, রামু।
আর হাদিস প্রতিযোগিতায় ১ম ও ২য় গ্রুপে সর্বমোট ৪৯জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। উভয় গ্রুপে ১ম-৫ম স্থান অধিকারী সকলকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে সংস্থার সভাপতি; জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আবদুল হালীম বুখারী (দা. বা.) বলেন, যখন দেশে সুন্দরী ও বেহায়াপনার প্রতিযোগিতায় চলছে, সে মুহূর্তে আমাদের এই সংস্থা কোরআনের প্রতিযোগিতার মাধ্যমে আল্লাহ পাকের রহমত কামনার উদ্যোগ নিয়েছে। তিনি আরো বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে মানুষ বিশুদ্ধ ও সুললিত কণ্ঠে তেলাওয়াত করার প্রতি ঝুঁকছে এবং দেশে ব্যাপক সাড়া পড়েছে। এবং তিনি সংস্থার প্রতিষ্ঠাতা ও জামিয়ার সাবেক মুহতামিম হযরতুল আল্লাম মাওলানা হাজী ইউনুস সাহেব রহ. এবং সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জামিয়ার সিনিয়র মুহাদ্দিস হযরতুল আল্লাম মাওলানা রহমতুল্লাহ কাউসার নিজামী রহ. এর রুহের মাগফিরাত কামনা করেন এবং সংস্থার সদ্য দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা ওবাইদুল্লাহ হামযার (হাফিজাহুল্লাহ) এর মাধ্যমে সংস্থার উত্তোরত্তর উন্নতি ও অগ্রগতি প্রত্যাশা করেন।
উভয় প্রতিযোগিতায় বিজয়ীদের বিশেষ পুরস্কার ও অবশিষ্টদের সান্ত¦না পুরস্কর এবং তাদের উস্তাদগণের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য যে, বিশেষ পুরস্কার ও সান্ত¦না পুরস্কার এবং সম্মাননা বাবদ প্রায় ৮,০০০০০/=টাকা নগদ প্রদান করা হয়।