সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

গতকাল ১৪ ই রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী মোতাবেক ১১ অক্টোবর ২০২২ খ্রি. রোজ মঙ্গলবার বাদে মাগরিব থেকে অর্ধ রাত পর্যন্ত আল-জমিয়া আল-ইসলামিয়া পটিয়ার দারুল হাদিস মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আল্লামা আবুতাহের নদভী দা.বা.-নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস জামিয়া পটিয়া। বাদে মাগরিব কোরআন তেলাওয়াত, নাতে রাসুল ও হাফেজ মাওলানা জাফর সাদেক কর্তৃক রচিত ‘শর্টকোর্সের তারানা’ দিয়ে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠান আরম্ভ হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান প্রবাসী, জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রাক্তন কৃতি ছাত্র ডক্টর রশিদ রাশেদ সাহেব।

শিক্ষার্থীরা আরবী বক্তব্য, বাংলা বক্তব্য, ইংরেজী বক্তব্য, ছড়া – কবিতা আবৃত্তি, ইসলামী সংগীত পরিবেশন, আরবি কথোপকথন, হিফজুল হাদিস প্রতিযোগিতা এবং ‘‘রাসুলুল্লাহ সা. এর মাদানী জীবন’’ বিষয়ক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় উৎসাহ-উদ্দীপনার সাথে অংশ গ্রহণ করে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা ত্বাহা দানিশ মক্কি দা. বা., মাওলানা মুহসিন আমিন দা. বা., প্রফেসর আবুল হোসেন ও প্রফেসর শেখ রাশেল।

বাদে এশা উক্ত অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক ও জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক, হাফেজ মাওলানা জাফর সাদেক দা. বা.-এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে ‘রাসুলুল্লাহ সা. এর সীরাত’ বিষয়ক আলোচনা সভা আরম্ভ হয় । প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রধান পরিচালক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমী মাদরাসা শিক্ষাবোর্ড)-এর সম্মানিত সেক্রেটারি জেনারেল আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ দা. বা.। অনুষ্ঠানে আরো আলোচনা করেন জামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামাযা কারিয়া আল আজহারী দা. বা. ও মুহাদ্দিস আল্লামা কাজী আখতার হোসাইন দা. বা.।

প্রতিযোগীতার শেষপ্রান্তে আল-জমিয়া আল-ইসলামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা সলিম উদ্দিন মাহদি কাসেমী দা. বা. কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন।

উক্ত সীরাত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যগুলোর লিখিত রূপ “নবোদয়” (৫ম সংখ্যার) এর মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক, আল্লামা নুরুল কবীর আনসারী, হাফেয মাওলানা ফুরকান, মাওলানা নাসিরুদ্দিন, মাওলানা মাসূম, মাওলানা বুরহানুদ্দিন, মাওলানা ত্বহা দানিশ, মাওলানা ইবরাহীম, মাওলানা ঈসমাঈল, মুফতি আব্দুন নাফে, মাওলানা আহমদ গণী প্রমুখ ও দূর-দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ।

পরিশেষে জামিয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষা পরিচালক ও সিনিয়র মুহাদ্দিস আল্লামা জসিম উদ্দিন কাসেমী দা. বা. নিজ হাতে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে উত্তীর্ণ সকল ছাত্রদেরকে বিশেষ পুরস্কার প্রদান করেন এবং তাঁর দুআ ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ