সতর্কীকরণ বিজ্ঞপ্তি

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি প্রতারকচক্র বিগত কিছুদিন যাবত আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী (হাফিজাহুল্লাহ) এবং নায়েবে মুহতামিম আল্লামা ওবাইদুল্লাহ হামযা (হাফিজাহুল্লাহ)-এর নামে বিভিন্ন মহলে ধোঁকা দিয়ে যাচ্ছে। বিশেষত এই নাম্বার (০১৭৭২৩১১৫২৩) থেকে ফোন করে প্রতারণা চালিয়ে যাচ্ছে।

তারা বিভিন্ন মাদারাসার যিম্মাদারসহ অনেকের নিকট ফোন করে মাদরাসায় সাহায্যের কথা বলে এবং ঐ সাহায্যের টাকা পেতে ফরমপূরণ ইত্যাদির জন্য খরচের টাকা বিকাশ করতে বলে। পরবর্তীতে ঐ টাকা নিয়ে তারা উধাও হয়ে যায়। অথচ বাস্তবতা হলো, জামিয়ার মুহতামিম কিংবা নায়েবে মুহতামিমের পক্ষ থেকে কোনা টাকা-পয়সা বিতরণ করা হচ্ছে না।

অতএব, কেউ যদি ফোনে কিংবা যে কোন মাধ্যমে এ ধরনের প্রতারণা করতে চায়, তা হলে সাথে সাথে প্রশাসনের শরণাপন্ন হয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অহবান করা হচ্ছে।

-কর্তৃপক্ষ

 

বিশেষ দ্রষ্টব্য : আল্লামা ওবাইদুল্লাহ হামাযা (হাফিজাহুল্লাহ) নিম্নের দুই মোবাইল নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বার ব্যবহার করেন না।  

০১৬৭১৩৩৭৭৮৮

০১৮৭১৫২৫২৫২

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ