এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি প্রতারকচক্র বিগত কিছুদিন যাবত আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী (হাফিজাহুল্লাহ) এবং নায়েবে মুহতামিম আল্লামা ওবাইদুল্লাহ হামযা (হাফিজাহুল্লাহ)-এর নামে বিভিন্ন মহলে ধোঁকা দিয়ে যাচ্ছে। বিশেষত এই নাম্বার (০১৭৭২৩১১৫২৩) থেকে ফোন করে প্রতারণা চালিয়ে যাচ্ছে।
তারা বিভিন্ন মাদারাসার যিম্মাদারসহ অনেকের নিকট ফোন করে মাদরাসায় সাহায্যের কথা বলে এবং ঐ সাহায্যের টাকা পেতে ফরমপূরণ ইত্যাদির জন্য খরচের টাকা বিকাশ করতে বলে। পরবর্তীতে ঐ টাকা নিয়ে তারা উধাও হয়ে যায়। অথচ বাস্তবতা হলো, জামিয়ার মুহতামিম কিংবা নায়েবে মুহতামিমের পক্ষ থেকে কোনা টাকা-পয়সা বিতরণ করা হচ্ছে না।
অতএব, কেউ যদি ফোনে কিংবা যে কোন মাধ্যমে এ ধরনের প্রতারণা করতে চায়, তা হলে সাথে সাথে প্রশাসনের শরণাপন্ন হয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অহবান করা হচ্ছে।
-কর্তৃপক্ষ
বিশেষ দ্রষ্টব্য : আল্লামা ওবাইদুল্লাহ হামাযা (হাফিজাহুল্লাহ) নিম্নের দুই মোবাইল নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বার ব্যবহার করেন না।
০১৬৭১৩৩৭৭৮৮
০১৮৭১৫২৫২৫২