যাঁদের আলোচনায় ধন্য হবে জামিয়া পটিয়ার সম্মেলন
পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী আগামী কাল থেকে আল-জামিয়া আল-জামিয়া পটিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল-হামদুলিল্লাহ, সম্মেলনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামী কাল দুপর ১২ থেকেই নিয়মিত আলোচনা, ওয়াজ-নসীহত আরম্ভ হবে ইনশা আল্লাহ। অন্যান্যবারের ন্যায় এবারেও সম্মেলনে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলোচকগণ অংশগ্রহণ করবেন। নিম্নে সম্ভাব্য আলোচকগণের তালিকা প্রকাশ করা হল।
বিদেশী বক্তাদের অন্যতম যাঁরা
- আল্লামা কামরুদ্দীন দাঃ বাঃ, শায়খে ছানী, দারুল উলুম দেওবন্দ, ভারত।
- মুফতি শোয়াইব উল্লাহ খান দাঃ বাঃ , মুহতামিম, মসীহুল উলুম, বেঙ্গলুর, ভারত।
- মুফতি আফফান মানসূরপুরী, মুহাদ্দিস, দারুল উলুম আমরুহা, ভারত।
- শায়খ মুহাম্মাদ বিন আলী আল-কাহতানী, মক্কা মুকাররামা, সৌদি আরব।
দেশীয় বক্তাদের মধ্যে অন্যতম যাঁরা:
- মুফতি আব্দুল হালীম বোখারী, মুহতামিম, জামিয়া পটিয়া।
- মুফতি হাফেজ আহমদ উল্লাহ, মুহাদ্দিস, জামিয়া পটিয়া।
- আল্লামা শাহ মুহাম্মদ তৈয়্যব, মুহতামিম জামিয়া আরবিয়া জিরি।
- আল্লামা সুলতান জওক নদভী, মুহতামিম, দারুল মা’আরিফ।
- মুফতি আরশাদ রহমানী, মুহতামিম, বসুন্ধরা ইসলামিক রির্সাচ সেন্টার, ঢাকা।
- আল্লামা সালাহ উদ্দীন, মুহতামিম, জামিয়া উবায়দিয়া নানুপুর।
- মাওলানা আবদুল বাসেত খান, সিরাজগঞ্জ।
- মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা।
- মাওলানা খুরশীদ আলম কাসেমী।
- মাওলানা সাঈদুল আলম আরমানী।
- মাওলানা শামসুল ইসলাম, রাজঘাটা।
- ডক্টর আ ফ ম খালিদ হোসেন।
- মাওলানা মাহমুদুল হাসান আল-আযহারী।
- মাওলানা উবাইদুল্লাহ হামযা, জামিয়া পটিয়া।
- মাওলানা যাকারিয়া আল-আযহারী, জামিয়া পটিয়া।
- মাওলানা জাহেদুল্লাহ ইউনুস, জামিয়া পটিয়া।
- মাওলানা আব্দুর রহীম বোখারী।
- মাওলানা আব্দুল হক, রামু।
- মাওলানা এমদাদুল্লাহ, ফটিকছড়ি।
- মাওলানা আবু বকর, বাঁশখালী।
- মাওলানা নুরুল্লাহ, মুহাদ্দিস, জামিয়া মোজাহেরুল উলুম।
- মাওলানা হফেজ ফরিদুল আলম, মুহাদ্দিস, দারুল মা’আরিফ।
- মাওলানা হাবিবুল ওয়াহেদ, রাজঘাটা।
- মাওলানা নুরুল কাদের, কক্সবাজার।
উক্ত সম্মেলনে আমাদের সকলকে শরিক হয়ে ওয়াজ-নসীহত শ্রবণ করতঃ উভয় জাহানে কামিয়াবী অর্জন করার তাওফীক দান করুন, আমীন।