ধারা নং- ৪ : মাদ্রাসাসমূহের লক্ষ্য ও উদ্দেশ্য।
(ক) শিক্ষার্থীদেরকে যাবতীয় ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ করে তোলা।
(খ) ধর্মীয় জ্ঞান লাভে অপরিহার্য বিষয়গুলো শিক্ষাদান করা।
(গ) জনসাধারণের মাঝে ইসলামী জ্ঞান ও চিন্তাধারার প্রটার ও প্রসারে আবশ্যকীয় বিষয় ও ভাষাসমূহ শিক্ষাদান এবং যুগের চাহিদা অনুযায়ী অনুরূপ বিষয় নির্বাচন করা।
(ঘ) সুন্নাতের পূর্ণাঙ্গ অনুসারী রূপে আদর্শ মানুষ সৃষ্টি করা।
(ঙ) পাশ্চাত্য শিক্ষা-দীক্ষা ও বিজাতীয় সভ্যতা-সংস্কৃতি থেকে মুক্ত এমন একটি আদর্শ জামাত গড়ে তোলা যা সাহাবায়ে কেরামের গুণাবলীতে গুণান্বিত হবে এবং সমাজের সর্বস্তরে দ্বীন কায়েম এবং বাতিলকে প্রতিহত করার জন্য সর্বপ্রকার প্রচেষ্টা চালিয়ে যাবে।
(চ) শিক্ষার্থীদেরকে আকাবেরে দেওবন্দের অনুরূপ প্রতিভা ও চরিত্রের অধিকারী করে সমাজে আদর্শ ব্যক্তিরূপে প্রতিষ্ঠিত করা।