মাওলানা মীর খলিলুর রহমান এর ইন্তিকাল!
আজ বাদে যোহর জামিয়া পটিয়ায় নামাযে জানাযা
আজ ১৪ই রবিউস সানী ১৪৪১হিঃ মোতাবেক ১২ই ডিসেম্বর ২০১৯ খৃষ্টাব্দ রোজ বৃস্পতিবার আনুমানিক রাত ১২.৪৫ মিনিটে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার প্রবীণ উস্তাদ মাওলানা মীর খলিলুর রহমান মাদানী রহ. রব্বে কারিমের ডাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃতকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি চার ছেলে, স্ত্রী ও অসংখ্য ছাত্র, ভক্ত-অনুরক্ত রেখে যান। মৃত্যু অবধি তিনি জামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক ছিলেন।
আজ বাদে যোহর জামিয়া পটিয়ায় তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, জামিয়া পটিয়ায় যোহরের নামায ১.১৫ মিনিটে অনুষ্ঠিত হয়।
তিনি ছিলেন আরবি ভাষার একজন পণ্ডিত ও বড় সাহিত্যিক। ১৯৮৮ সাল থেকে প্রায় ৩২ বছর ধরে জামিয়া পটিয়ায় একজন আদর্শ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে সত্যিই জামিয়ায় বড় শূণ্যতা বিরাজ করছে। জামিয়া প্রধান আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী (হাফিজাহুল্লাহ) সহ জামিয়ার সকল ছাত্র-শিক্ষক তাঁর মৃত্যুতে গভীর শোকাহত ও মর্মাহত।
আমরা মরহুমের মাগফিরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।
হে আল্লাহ! তুমি আপন দয়ায় তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং তাঁর পরিবার-পরিজনকে সবরে জমীল নসীব করুন, আমীন।