মাওলানা আব্দুল মুনঈম রহ.-এর ইন্তিকাল, বাদে জুমা নামাযে জানাযা
আজ ৬ই নভেম্বর ২০২০ খৃষ্টাব্দ মোতাবেক ১৯ রবিউল আউয়াল ১৪৪২হিজরী (জুমাবার) সকাল ৭ ঘটিকায় আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার প্রবীণ শিক্ষক মাওলানা আব্দুল মুনঈম রহ. ইন্তিকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ব্রেইন স্ট্রোক করে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩বছর। তিনি ৬ ছেলে ও ৬ মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আজ বাদে জুমা জামিয়া পটিয়ায় তাঁর জানাযার নামায অনুষ্ঠিত হবে।
তিনি প্রায় ৪২ বছর যাবত জামিয়া পটিয়ায় খেদমাতে নিয়োজিত ছিলেন। ইখলাস ও দক্ষতার সাথে মতবখ বিভাগের দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে জামিয়া প্রধান আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী (হাফিজাহুল্লাহ)-সহ জামিয়ার সকল ছাত্র-শিক্ষক গভীরভাবে শোকাহত।
আমরা মরহুমের মাগফিরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।
হে আল্লাহ! তুমি আপন দয়ায় তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং তাঁর পরিবার-পরিজনকে সবরে জমীল নসীব করুন, আমীন।