মজলিসে আমেলার জরুরী সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ
বিগত ১৮ই জিলক্বদ ১৪৪১হিজরী মোতাবেক ১১ই জুলাই ২০২০ খৃষ্টাব্দ (শনিবার) দুপুর ১২ঘটিকার সময় ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ায় আঞ্জুমানের সহ-সভাপতি আল্লামা হাফেজ আহমদুল্লাহ (হাফিজাহুল্লাহ)-এর সভাপতিত্বে মজলিসে আমেলার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে নিম্নের সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
(১) সরকারী প্রজ্ঞাপনে যেভাবে স্বাস্থ্য বিধি মেনে হেফজখানা খোলার অনুমতি দেয়া হয়েছে, তা মেনে ইত্তেহাদভুক্ত হেফজখানাসমূহ খোলা হবে।
(২) ইত্তেহাদভুক্ত মাদ্রাসাসমূহের করোনা ভাইরাসজনিত কারণে দীর্ঘ বন্ধ চলাকালে শিক্ষক-কর্মচারীগণের বেতন-ভাতা না দেওয়া সম্পর্কে পূর্বে কোন ঘোষণা দেওয়া হয়নি। এ ব্যাপারে মাদরাসার আর্থিক অবস্থা বিবেচনা করে প্রত্যেক মাদরাসার মজলিসে আমেলা সিদ্ধান্ত গ্রহণ করবে।
(৩) দাওরায়ে হাদীসের পরীক্ষা সম্পর্কে হাইআতুল উল্য়া কর্তৃপক্ষের সিদ্ধান্তের ঘোষণা মতে বিবেচনা করা হবে।
(৪) অন্যান্য জামাতের বিগত বার্ষিক পরীক্ষা আর নেয়া হবে না। বার্ষিক পরীক্ষার ফলাফলের ন্যায় বিগত বছরের ২য় সাময়িক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি সংক্রান্ত বিষয়সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।
(৫) করোনা পরিস্থিতির কারণে শুধুমাত্র আগামী ১৪৪২ হিজরী বর্ষের হাইআতুল উল্য়ার অধীনে অনুষ্ঠিতব্য দাওরায়ে হাদীসের পরীক্ষায় অংশ গ্রহণের জন্য মিশকাত জামাতের কেন্দ্রীয় পরীক্ষাকে শর্ত না করার জন্য আজকের সভা হাইআতুল উল্য়ার প্রতি সুপারিশ করছে।
তারিখ: ১৮/১১/১৪৪১ হিজরী ১১/৭/২০২০ খৃষ্টাব্দ
(মুহাম্মদ আব্দুল হালীম বোখারী)
মহাসচিব আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস
(কওমী মাদরাসা শিক্ষাবোর্ড), বাংলাদেশ।