মজলিশে ইলমী (একাডেমিক কমিটি)
জামিয়ার বিজ্ঞ ও যোগ্য শিক্ষক দ্বারা এ কমিটি গঠিত। গঠনতন্ত্র অনুযায়ী যাবতীয় একাডেমিক কার্যক্রম তত্ত্বাবধান করে। যেমন পাঠ্যসূচী মোতাবেক কিতাব বন্টন, পরীক্ষার তারিখ নির্ধারণ ও পরীক্ষা গ্রহণ এবং তা’লীম-তরবিয়তের মান উন্নয়নে যো কোন জরুরী পরিকল্পনা গ্রহণ করে।